বয়স পেড়িয়েছে ৬০, তবে রোম্যান্সে ‘না’ নেই আমিরের

Nov 11, 2024 | 5:27 PM

Aamir Khan: আমির এবার রোম্যান্স প্রসঙ্গে সরব। না, ব্যক্তি জীবনে রোম্যান্স জল্পনা তুঙ্গে থাকলেও, তা নিয়ে খুব একটা কথা বলতে ইচ্ছুক নন তিনি। বরং এবার যা বললেন, সবটাই সিনেমা নির্ভর।

বয়স পেড়িয়েছে ৬০, তবে রোম্যান্সে না নেই আমিরের

Follow Us

আমির খান, সলমন খান, শাহরুখ খান, একটা বয়সের পর নাকি বলিউড থেকে গুরুত্ব হারাবেন বলেই মনে করেছিলেন একশ্রেণি। সেই শাহরুখ-সলমন যে আবারও বলিউডের তুরূপের তাস হিসেবে নিজেকে প্রমাণ করবেন, ৬০-এর দরজায় এসেও বাজিমাত করবেন তা কে জানত। ব্যক্তি জীবন থেকে শুরু করে বলিউড কেরিয়ার, তাঁদের নিয়ে দর্শক মহলে কৌতুহলের পারত সর্বদাই থাকে তুঙ্গে। একের পর এক ছবি তাঁদের নিয়ে হিট। যদিও সেই সমীকরণ থেকে খানিকটা সরে দাঁড়িয়েছেন আমির খান। টানা হিট ছবি দর্শকদরে উপহার দিয়ে এসেছেন যে অভিনেতা, তিনিই আবার ফ্লপ তকমা পেয়ে কোণঠাসা। সেই আমির এবার রোম্যান্স প্রসঙ্গে সরব। না, ব্যক্তি জীবনে রোম্যান্স জল্পনা তুঙ্গে থাকলেও, তা নিয়ে খুব একটা কথা বলতে ইচ্ছুক নন তিনি। বরং এবার যা বললেন, সবটাই ছবি নির্ভর।

সিনেমা নিয়ে আমিরের মন্তব্য তিনি রোম্যান্টিক ছবিও করতে রাজি। যেখানে শাহরুখ খান ও সলমন খান একের পর এক অ্যাকশন ছবিতে জুটি বাঁধছেন, সেই সময় দাঁড়িয়ে আমিরের রোম্যান্সে না নেই। স্পষ্ট বলে দিলেন তিনি, “রোম্যান্টি ছবি হলে নিশ্চয়ই করব। এই বয়সে রোম্যান্স কিছুটা আনকমন, বয়সের সঙ্গে যদি চরিত্র মেলে তবে কেন করব না?”

অর্থাৎ একটা বিষয় স্পষ্ট, যেখানে অন্য দুই স্টার মূলত অ্যাকশন দিয়েই দর্শকদের মন জয় করতে চাইছেন, সেখানে দাঁড়িয়ে আমির খান অন্যস্বাদের গল্প দর্শকদের উপহার দিতে চাইছেন। আমির খান বরাবরই একটু অন্যস্বাদের গল্প দর্শক দরবারে উপহার দিয়ে এসেছেন। তবে তাঁর মুক্তি পাওয়া শেষ তিন ছবি ফ্লপ তকমা পাওয়ায় এবার তিনি ছকভাঙা কোনও চিত্রনাট্যের অপেক্ষায়।

Next Article