আমির খানকে নিজের লাকি চার্ম মনে করেন বলিউডের কোন তারকা?
এমনই আবার সিনেমায় বিশেষ কাউকে লাকি চার্ম মনে করেন বহু অভিনেতা থেকে পরিচালক প্রযোজকরা। এমনই এক কাহিনি উঠে এল বলিউডের পারফেকশনিস্ট আমির খানের মুখে।

বলিউড হোক বা টলি পাড়া, তারকাদের মধ্যে নানা সমীকরণ সময়ে সময়ে বদলাতে থাকে। কখনও কেউ খুব কাছের মানুষ হয় তো কখনও আবার ছবিতে পাঠ দেওয়া নিয়ে চলে নানা রাজনীতি। এমনই আবার সিনেমায় বিশেষ কাউকে লাকি চার্ম মনে করেন বহু অভিনেতা থেকে পরিচালক প্রযোজকরা। এমনই এক কাহিনি উঠে এল বলিউডের পারফেকশনিস্ট আমির খানের মুখে। একটি পডকাস্টে সাক্ষাৎকার দিতে গিয়ে আলোচনায় উঠে আসে আমির খানের সঙ্গে অজয় দেবগনের সম্পর্ক। দর্শকদের আজও নিশ্চয়ই মনে রয়েছে ‘ইশক’ ছবিটির কথা।
‘ইশক’ ছবিটি গানের সঙ্গে সঙ্গে গল্প বক্স অফিসে কামাল করেছিল। এই ছবিতে চারজন মুখ্য চরিত্র ছিল। আমির খান, জুহি চাওলা, অজয় দেবগন ও কাজল। বলিউডের অনেকেই বলে এই ছবি করতে গিয়ে অজয় দেবগনের সঙ্গে কাজলের প্রেমের সম্পর্ক তৈরি হয় , যা পরবর্তী সময়ে বিয়ে পর্যন্ত গোড়ায় । তবে সাক্ষাৎকারে আমির খান জানালেন, তাঁর সঙ্গে অজয় দেবগনের সম্পর্ক খুব ভাল সেই সিনেমা করতে গিয়েই নিজেদের মধ্যে বোঝাপড়া খুব ভাল হয়ে যায়। অজয় তাঁকে এতটাই পছন্দ করে, যে অজয়ের সব ছবির শুট বা মহরৎ সবেতেই আমির খানকে উপস্থিত থাকতে বলেন, অজয় দেবগন আমির খানকে নিজের লাকি চার্ম ভাবে। তাই তাঁদের সম্পর্ক খুব ভাল। এমনকি অজয় দেবগনের বহু ছবিতে স্পেশাল গেস্ট এর চরিত্রেও আমির খানকে দেখা গিয়েছে। যার মধ্য উল্লেখযোগ্য হল ‘টোটাল ধামাল’, ‘ইয়ে রাস্তা হ্যায় প্যারকে’।
