‘গুরু দত্ত’ হবেন আমির খান? বায়োপিকের বাজেট ১২০ কোটি!

শুভঙ্কর চক্রবর্তী |

Jan 24, 2021 | 12:16 PM

ছবির প্রযোজনা করছেন ভাবনার স্বামী শীতল তালওয়ার। যিনি এর আগে ওরল্যান্ডো ব্লুম অভিনীত ‘রিট্যালিয়েশন’-ছবি তৈরির পিছনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন শীতল।

‘গুরু দত্ত’ হবেন আমির খান? বায়োপিকের বাজেট ১২০ কোটি!
গুরু দত্ত ও আমির খান।

Follow Us

পরিচালক ভাবনা তালওয়ার এমন কিছু করতে চলেছেন, যা তাঁর সহকর্মী কিংবা তাঁর পূর্বসূরীদের অনেকে করতে সফল হননি। প্রবাদপ্রতিম অভিনেতা গুরু দত্তকে নিয়ে তৈরি করতে চলেছেন বায়োপিক। গুরু দত্তের জীবন ছিল বিতর্কে ভরা।অভিনেতার ব্যক্তিগত জীবন সুখকর ছিল না। ফলে বিবাহ বিচ্ছেদ এবং অবশেষে অভিযোগ মাত্র উনচল্লিশ বছর বয়সে আত্মহত্যা করেন বলিউডের ‘ট্র্যাজিডি কিং’। তাঁর জীবদ্দশায় ‘পেয়াসা’ ও ‘কাগজ কে ফুল’-এর মতো অসামান্য ছবি করেছেন গুরু দত্ত।

 

আরও পড়ুন সোশ্যাল মিডিয়ায় ‘অভিযুক্ত’ সৌরভকে ঘিরে বক্তব্য, পাল্টা বক্তব্য

 

তাঁর জীবনী যে বায়োপিকের বিষয় হয়ে উঠবে তা আশা করাই যায়। পরিচালক অনুরাগ কাশ্যপও চেষ্টা করেছিলেন এমন এক প্রোজেক্ট নিয়ে কাজ শুরু করতে তবে তা হয়ে ওঠেনি। যা শোনা যাচ্ছে, ভাবনা তালওয়ার যিনি এর আগে ‘ধরম’ এবং ‘হাপ্পি’-র মতো ছবি পরিচালনা করেছেন, সেই ভাবনা এবারকরেছেন গুরু দত্তের বায়োপিক নিয়ে কাজ শুরু করতে চলেছেন।

 

আমির।

 

ছবির প্রযোজনা করছেন ভাবনার স্বামী শীতল তালওয়ার। যিনি এর আগে ওরল্যান্ডো ব্লুম অভিনীত ‘রিট্যালিয়েশন’-ছবি তৈরির পিছনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন শীতল। সূত্রের খবর, “বেশ কয়েক বছর ধরে ছবিটা শুরু করার জন্য ভাবনা উঠে পড়ে লেগেছেন। তাঁর অক্লান্ত পরিশ্রমের অবসান হয়েছে, খুব শিঘ্রই শুটিং শুরু করবেন ভাবনা।” এও শোনা যাচ্ছে ‘মিস্টার পারফেকশনিস্ট’ মানে আমির খান এই বায়োপিকের প্রতি বিশেষ উৎসাহ দেখিয়েছেন। গুরু দত্তের বায়োপিকের বাজেট প্রায় ১২০ কোটি!

Next Article