২৯ দিনের কোমা, মুছে যায় স্মৃতি, ‘আশিকী’তে নিজের অভিনয়টাও মনে করতে পারেন না নায়িকা অনু আগরওয়াল

Sneha Sengupta |

Jan 30, 2024 | 5:27 PM

Aashiqui-Anu Aggarwal: ১৯৯০ সালে মুক্তি পায় 'আশিকী'। আলিয়া ভাটের বাবা মহেশ ভাটের পরিচালনায় তৈরি ছবিতে অভিনয় করেন আর এক হারিয়ে যাওয়া অভিনেতা রাহুল রায়। তিনি ছিলেন নায়ক। বলিউডে 'আশিকী' ব্লকবাস্টার হিট করার পর অভিনয় দুনিয়া থেকে সরে আসেন অনু।

২৯ দিনের কোমা, মুছে যায় স্মৃতি, আশিকীতে নিজের অভিনয়টাও মনে করতে পারেন না নায়িকা অনু আগরওয়াল
অনু আগরওয়াল।

Follow Us

‘ন্যাশনাল ক্রাশ’ শব্দবন্ধটির আবির্ভাবের অনেক আগেই ন্যাশনাল ক্রাশ হয়ে সিনেমার পর্দায় ফুটে উঠেছিল একটা মুখ–তিনি নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন ‘আশিকী’ ছবিতে। অনু আগরওয়াল সেই অভিনেত্রীর নাম। একটি ছবিতে অভিনয় করেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন অনু এবং রাতারাতি হারিয়ে ফেলেছিলেন সেই খ্যাতি। কেন না, তারপর তাঁকে আর দেখতে পাওয়া যায়নি অন্য কোনও ছবিতেই।

১৯৯০ সালে মুক্তি পায় ‘আশিকী’। আলিয়া ভাটের বাবা মহেশ ভাটের পরিচালনায় তৈরি ছবিতে অভিনয় করেন আর এক হারিয়ে যাওয়া অভিনেতা রাহুল রায়। তিনি ছিলেন নায়ক। বলিউডে ‘আশিকী’ ব্লকবাস্টার হিট করার পর অভিনয় দুনিয়া থেকে সরে আসেন অনু। ৫ বছর পর ভয়ানক পথ দুর্ঘটনা হয় অনুর। ২৯ দিন কোমায় ছিলেন তিনি। স্মৃতিশক্তি এক্কেবারে হারিয়ে ফেলেছিলেন। ভুলে গিয়েছিলেন তিনি যে ‘আশিকী’তে অভিনয় করেছিলেন। সিনেমায় নিজেকে দেখেও মনে করতে পারতেন না কিছু।

সেই সময় অভিনেত্রীর মা তাঁকে মনে করানোর চেষ্টা করতেন তাঁর অতীত। নিজেও অভিনয় করে দেখাতেন অনুকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অনু বলেছেন, “পর্দায় যে মেয়েটাকে দেখতাম, তাঁকে দেখে মনে হয়নি আমি অভিনয় করছি। কিন্তু অনুভূতিগুলো কাজ করত আমার।”

এই মুহূর্তে কামব্যাক করতে চাইছেন অনু আগরওয়াল। নানা ধরনের চিত্রনাট্য পড়ছেন তিনি। নির্মাতাদের সঙ্গেও দেখা করছেন। তিন দশক পর পর্দায় ফিরবেন বলে মনস্থির করেছেন অভিনেত্রী।

Next Article