সম্প্রতি গায়ক অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেশ কিছু মন্তব্য নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। কখনও বলছেন বলিউডে কোনও দেশভক্ত নেই, আবার কখনও বা নাম না করেই টেনে আনছেন জয়া-অমিতাভের প্রসঙ্গ। দিন কয়েক আগে, এক সাক্ষাৎকারে বলিউডের ‘মিথ্যে দেশভক্তি’র প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, “স্বামী যায় রাম লাল্লাকে দেখতে। আর ওদিকে স্ত্রী বিরোধী পার্টির মাথা হয়ে পার্লামেন্টে বসে উল্টোপাল্টা মন্তব্য করেন।” কারও নাম উল্লেখ না করলেও দুইয়ে দুইয়ে চার করেছেন নেটিজেনরাই। তাঁরা মনে করিয়ে দিয়েছেন, রাম মন্দির প্রতিষ্ঠার দিন অমিতাভ বচ্চন হাজির ছিলেন অযোধ্যায়। শুধু কি তাই, অযোধ্যার পাশে জমিও কিনেছেন তিনি। ওদিকে ওই একই দিনে অমিতাভের পাশে দেখা যায়নি স্ত্রী জয়াকে। এবার তা নিয়েই কথা শোনাতে ছাড়লেন না তিনি।
অভিজিতের এই মন্তব্যে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। একজন লিখেছেন, “এই জন্যই বলা হয় বাঙালি আদপে কাঁকড়ার জাত।” আর একজনের মতে, “প্রচারের আলোয় থাকতে এই সব বলতে হচ্ছে তাঁকে। এখন যে আর হাতে কাজ নেই।”
এর আগেও বহুবার সমালোচিত হয়েছেন অভিজিৎ। বিভিন্ন বিষয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করে থেকেছেন লাইমলাইটে। তাঁর এই বক্তব্যে এখনও প্রতিক্রিয়া দেননি বচ্চন পরিবার। আগামী দিনে কী হয় এখন সেটাই দেখার।