Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ছেলেকে কোথায় রেখে শ্বেতা ‘খতড়ো কা খিলাড়ি’তে গেলেন? উদ্বিগ্ন প্রাক্তন স্বামী অভিনব

শ্বেতার দ্বিতীয় স্বামী অভিনব কোহলি সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট করেন। তিনি তাঁদের সন্তান রেয়াংশের জন্য সকলের কাছে সাহায্য চান।

ছেলেকে কোথায় রেখে শ্বেতা ‘খতড়ো কা খিলাড়ি’তে গেলেন? উদ্বিগ্ন প্রাক্তন স্বামী অভিনব
অভিনব কোহলি এবং শ্বেতা তিওয়ারি।
Follow Us:
| Updated on: May 08, 2021 | 12:19 PM

হিন্দি টেলিভিশনের জনপ্রিয় রিয়ালিটি শো ‘খতড়ো কা খিলাড়ি’র ১১তম সিজন নিয়ে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়ছে দর্শক মহলে। এ বারের শুটিং হবে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে। শুক্রবারই কেপটাউন পৌঁছেছেন প্রতিযোগীরা। চলতি বছরের প্রতিযোগীদের মধ্যে রয়েছেন অভিনেত্রী (Actress) শ্বেতা তিওয়ারি (Shweta Tiwari)। তিনি কেপটাউনের উদ্দেশ্যে রওনা দেওয়ার পরই সমস্যা শুরু হয়েছে তাঁর পরিবারে।

শ্বেতার দ্বিতীয় স্বামী অভিনব কোহলি (Abhinav Kohli) সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট করেন। তিনি তাঁদের সন্তান রেয়াংশের জন্য সকলের কাছে সাহায্য চান। তাঁর অভিযোগ, ছেলেকে দক্ষিণ আফ্রিকা নিয়ে যাওয়ার অনুমতি তিনি শ্বেতাকে দেননি। শ্বেতা কি মুম্বইয়ের কোনও হোটেলে ছেলেকে রেখে ওই শো-এ অংশগ্রহণ করতে চলে গিয়েছেন? নাকি ছেলেকে সঙ্গে নিয়ে গিয়েছেন, তা অভিনবের কাছে স্পষ্ট নয়। আর তা নিয়েই তিনি অভিযোগের আঙুল তুলেছেন শ্বেতার দিকে।

অভিনবের কথায়, “শ্বেতা খতড়ো কে খিলাড়িতে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা চলে গিয়েছে। আমার পরামর্শ চেয়েছিল। কোভিড পরিস্থিতিতে আমি ট্রাভেল করতে বারণ করেছিলাম। ও ১২ ঘণ্টা করে কাজ করবে ছেলেকে হোটেলে রেখে। যার কোনও দরকার ছিল না। আমি ছেলের দেখাশোনা করতে পারতাম। শ্বেতা যে চলে গিয়েছে তা মিডিয়াতে প্রকাশিত ভিডিয়ো দেখে আমি জানলাম। কিন্তু আমার ছেলে কোথায়?”

অভিনব আরও জানান, মুম্বইয়ের বিভিন্ন হোটেলে তিনি ছেলেকে খুঁজেছেন। পুলিশের কাছেও সাহায্য চাইতে গিয়েছিলেন। থানা থেকে তাঁকে চিলন্ড্রেন ওয়েলফেয়ার কমিটিতে ইমেল করে গোটা বিষয়টি জানানোর পরামর্শ দিয়েছে।

অভিনব সোশ্যাল ওয়ালে ভিডিয়ো পোস্ট করে বলেন, “আমার ছেলের উদ্বেগজনিত সমস্যা আছে। ও বাবা বা মাকে কাছে না ফেলে ইনসিকিওর হয়ে যায়। এই পরিস্থিতিতে শ্বেতা ওকে একা রেখে চলে গেল। আপনারা আমাকে সাহায্য করুন। ছেলে কোথায় আছে জানলে, আমাকে জানান।”

২০১৩-এ বিয়ে করেছিলেন শ্বেতা এবং অভিনব। তাঁদের চার বছরের পুত্র সন্তান রেয়াংশ। কিন্তু দম্পতির বিচ্ছেদ হয়ে যায়। শ্বেতা বিচ্ছেদের কারণ হিসেবে অভিনবের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছিলেন। ‘খতড়ো কা খিলাড়ি’র আসন্ন সিজনের অফার শ্বেতার কাছে নাকি আগেই এসেছিল। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, পারিশ্রমিক নিয়ে সমস্যা তৈরি হওয়ায় শ্বেতা প্রথমে রাজি হননি। পরে সেই সমস্যা মিটে যাওয়ায় তিনি অংশ নিতে রাজি হন। তবে ছেলেকে সঙ্গে নিয়ে তিনি দক্ষিণ আফ্রিকা গিয়েছেন কি না, তা স্পষ্ট নয়। অভিনবের অভিযোগের পরে এখনও পর্যন্ত এ নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি শ্বেতা।