কাছের মানুষ হারালেন অভিষেক, বচ্চন পরিবারে আচমকা দুঃখের খবর
মেক আপ আর্টিস্ট হলেও, অশোক ছিলেন বচ্চন পরিবারের যথেষ্ট ঘনিষ্ঠ ছিলেন তিনি। প্রায় সাতাশ বছর ধরে অভিষেকের সঙ্গে ছিলেন। মেকআপ আর্টিস্টের পাশাপাশি অভিষেকের ছায়াসঙ্গীও হয়ে উঠেছিলেন অশোক সাওয়ান্ত। কাছের মানুষকে হারিয়ে সোশাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করলেন অভিষেক।

রবিবার ছুটির দিন। পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছিলেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। প্রতি রবিবারের মতো হইচই লেগে ছিলে বচ্চন পরিবারে। কিন্তু রাত হলেই যে পুরো পরিবেশটা বদলে যাবে বিষাদে। তা আন্দাজও করতে পারেননি অভিষেক। কিন্তু যখন ঘটনাটা ঘটল, তখন গোটা বচ্চন পরিবার চুপ!
কী ঘটল বচ্চন পরিবারে?
গত রবিবার শেষ নিশ্বাস ত্যাগ করলেন অভিষেকের দীর্ঘদিনের সঙ্গী মেক আপ আর্টিস্ট অশোক সাওয়ান্ত। যাঁকে তিনি অশোক দাদা বলেই সম্বোধন করতেন। মেক আপ আর্টিস্ট হলেও, অশোক ছিলেন বচ্চন পরিবারের যথেষ্ট ঘনিষ্ঠ ছিলেন তিনি। প্রায় সাতাশ বছর ধরে অভিষেকের সঙ্গে ছিলেন। মেকআপ আর্টিস্টের পাশাপাশি অভিষেকের ছায়াসঙ্গীও হয়ে উঠেছিলেন অশোক সাওয়ান্ত। কাছের মানুষকে হারিয়ে সোশাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করলেন অভিষেক।
অভিষেক লেখেন, ”অশোক দাদা, যাঁকে আমি ২৭ বছর ধরে চিনি। আমার মেকআপ আর্টিস্ট নয়, অশোক দা আমার জীবনের সঙ্গে এতটাই জড়িত যে, নিজের ছায়া বলতে পারি। আমার ওঠা-পড়ার সমস্ত সময়ের সাক্ষী। সব সময় আমার খোঁজ নিতেন। আমার প্রিয় খাবার খাওয়াতেন। তোমাকে খুব মিস করব অশোক দা। ”
View this post on Instagram
জানা যায়, বলিউড জুড়ে যখন ঐশ্বর্য ও অভিষেকের দাম্পত্য নিয়ে নানা গুঞ্জন। নানা সমস্যার মুখে পড়েছিলেন জুনিয়ার বি। ঠিক সেই সময় অশোক দাকে পাশে পেয়েছিলেন অভিষেক। এমনকী, সুযোগ পেলে অভিষেকের নানা অবসাদ ঘেরা সময়েও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন অশোক। সেই অশোককে যে এভাবে হারাতে হবে, তা এখনও ভাবতেই পারেন না অভিষেক। আর সেই কারণেই রবিবার রাতে অশোকদার মৃত্যুর খবর অভিষেককে কাঁপিয়ে দিয়েছিল। অভিষেকের কাছে অশোকদার না থাকাটা তাঁর কাছে খুব বড় শূন্যতা।
