‘কথা বলতে চাই…’, হঠাৎ ফোন ঐশ্বর্যর, কেঁপে উঠলেন অভিষেক! তারপর…
বলিউড গুঞ্জনে বহুদিন রয়েছে ঐশ্বর্য ও অভিষেকের দাম্পত্য কলহের কথা। এমনকী, রটে গিয়েছিল ঐশ্বর্য নাকি বচ্চনের বাংলো ছেড়ে মেয়েকে নিয়ে আলাদা থাকছেন।

বলিউড গুঞ্জনে বহুদিন রয়েছে ঐশ্বর্য ও অভিষেকের দাম্পত্য কলহের কথা। এমনকী, রটে গিয়েছিল ঐশ্বর্য নাকি বচ্চনের বাংলো ছেড়ে মেয়েকে নিয়ে আলাদা থাকছেন। তবে এসব রটলেও, অভিষেক বা ঐশ্বর্য কেউই তাঁদের দাম্পত্য নিয়ে মুখ খোলেননি। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে ঐশ্বর্যকে নিয়ে অভিষেক যা বললেন, তা শুনেই ফের নতুন গুঞ্জন শুরু।
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। কয়েক মাস আগেই মুক্তি পায় অভিষেক বচ্চন অভিনীত ছবি আই ওয়ান্ট টু টক। এক সাক্ষাৎকারে এই ছবির প্রসঙ্গ উঠতেই অভিষেক জানান, এই আই ওয়ান্ট টু টক ব্য়াপারটা ব্যক্তিগত জীবনে খুব ভয়ের। ঐশ্বর্যর কাছে এটা মাঝে মধ্য়েই শুনতে হয় আমার।
এই সাক্ষাৎকারে অভিষেক শেয়ার করলেন এক ঘটনাও। অভিষেক জানান, সিনেমার শুটিং করছি তখন আমি। হঠাৎ করেই ঐশ্বর্যর ফোন। ফোন ধরতেই, ঐশ্বর্য বলে উঠল, আই ওয়ান্ট টু টক। ঐশ্বর্যর মুখে এমন কথা শুনে ভয় কেঁপে উঠেছিলাম। তারপর বুঝলাম, বিষয়টা অতটা সিরিয়াস নয়।
এর সঙ্গেই জুনিয়ার বি যোগ করলেন বিগ বির কথা। অভিষেক জানান, যখনই ঐশ্বর্যর কোনও কথায় টেনশনে পড়ে যাই, বাবার কাছে ছুটে যাই। বাবা আমাকে একটা টিপস দিয়েছেন, বউ যখন কথা বলবে, শুধুই শুনবে। কোনও মন্তব্য নয়। তাই ঐশ্বর্য যখন বলে, আই ওয়ান্ট টু টক, আমি তখন শুধু, তুমি বলো, আমি শুনছি!





