হার্দিক পান্ডিয়া ও নাতাশা স্তানকোভিচের বিচ্ছেদ হয়েছে। বি-টাউনের খবর কিছুই ভাল নেই ঐশ্বর্যা রাই বচ্চন ও অভিষেক বচ্চনের মধ্যে। আঙুল উঠেছে বাড়ির কর্ত্রী জয়া বচ্চনের দিকে। কেউ কেউ আবার ভিলেন করছেন অভিষেককেও। একদিকে মা, অন্যদিকে স্ত্রী– দুই নারীর মাঝে পড়ে জীবন ছারখার? বছর কয়েক আগে অনুরূপ এক প্রশ্ন তাঁকে করেছিলেন খোদ করণ জোহর। কী উত্তর দিয়েছিলেন তিনি? শুনলে কিছুতেই হিসেব মেলাতে পারবেন না।
করণ জিজ্ঞাসা করেন, “কখনও মনে হয়েছে তিন মহিলার মধ্যে পড়ে জীবন ছারখার হচ্ছে তোমার? তুমি জয়া আন্টির চোখের মণি। জীবনে এখন আরও এক মহিলা (ঐশ্বর্যা) আছে। কখনও মনে হয়েছে এই সব কীভাবে সামলাব?” উত্তরে চাঁচাছোলা অমিতাভ-পুত্র। রাখঢাক না করেই অভিষেক বলেন, “আমার মনে হয় এর ক্রেডিট তিনি মহিলারই পাওয়া উচিৎ। মা ও ঐশ্বর্যা মিলে নানা ধরনের গল্প করে। ওরা খুব কাছের একে অপরের। যখন কোনও মহিলা তাঁর স্বামীর পরিবারের আসে তার অসুবিধে হয়। আমার মনে হয় তাঁর শাশুড়িই এমন একজন মানুষ যে এই শূন্যতার অবসান ঘটাতে পারে।”
যদিও অভিষেকের ওই কথা শুনে নেটিজেনদের একাংশের অভিমত দ্বিচারিতা করছেন তিনি। প্রমাণ হিসেবে তাঁরা টেনে এনেছেন অম্বানিদের বিয়ের অনুষ্ঠান। সম্প্রতি সংঘটিত হওয়া ওই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন পুরো বচ্চন পরিবার। তাঁদের সঙ্গে যদিও দেখা যায়নি ঐশ্বর্যাকে। মেয়ে আরাধ্যাকে নিয়ে আলাদা আসেন তিনি। এই ঘটনায় খুশি হননি অ্যাশ ভক্তরা। তাঁদের বক্তব্য, “অভিষেকের অন্তত ঐশ্বর্যার সঙ্গে আসা উচিৎ ছিল। একেবারেই মেনে নিতে পারলাম না।” শুধু তাই নয়, ‘স্বামীর বাড়ি’ এই কয়নেজেও অনেকেই জানিয়েছেন আপত্তি। তাঁদের একটাই বক্তব্য, “আমাদের বাড়ি বলতে কি সমস্যা হয়?’ প্রসঙ্গত, বিচ্ছেদের গুঞ্জন উঠলেও আদপে তাঁদের বিচ্ছেদ হচ্ছে কিনা তা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত মুখ খোলেননি কেউ। আর এই দীর্ঘ নীরবতার কারণেই উত্তরোত্তর বাড়ছে গুঞ্জন।