হকি-সম্রাট ধ্যান চাঁদকে নিয়ে বায়োপিক! পরিচালনায় অভিষেক চৌবে

রণজিৎ দে |

Dec 16, 2020 | 1:04 PM

হকি-সম্রাট ধ্যান চাঁদকে নিয়ে বলিউডে তৈরি হচ্ছে এবার বায়োপিক। পরিচালনায় ‘উড়তা পঞ্জাব’ খ্যাত পরিচালক অভিষেক চৌবে।

হকি-সম্রাট ধ্যান চাঁদকে নিয়ে বায়োপিক! পরিচালনায় অভিষেক চৌবে
পরিচালক অভিষেক চৌবে এবং হকি-সম্রাট ধ্যান চাঁদ

Follow Us

হকিসম্রাট ধ্যান চাঁদকে নিয়ে বলিউডে তৈরি হচ্ছে এবার বায়োপিক। পরিচালনায় ‘উড়তা পঞ্জাব’ খ্যাত পরিচালক অভিষেক চৌবে। ছবিটি প্রযোজনা করছেন রনি স্ক্রুওয়ালা। রনি এবং অভিষেক দু’জনে এর আগে ‘সনচিরিয়া’ করেছিলেন। সুশান্ত সিং রাজপুত, ভূমি পেডনেকর এবং মনোজ বাজপেয়ী ছিলেন সেই ছবিতে।  তবে ধ্যান চাঁদের বায়োপিকে কারা অভিনয় করবেন এখনও ঠিক হয়নি। কাস্টিংয়ের কাজ চলছে।

রনি স্ক্রুওয়ালা টুইট করে জানিয়েছেন “ ১৫০০ টা গোল, ৩ টে অলিম্পিক গোল্ড মেডেল, ভারতের গর্ব করার মত একটা গল্পঅত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি হকি লেজেন্ড ধ্যান চাঁদকে নিয়ে বায়োপিক করছি অভিষেক চৌবের সঙ্গে”। রিটুইট করে শুভেচ্ছা জানিয়েছেন অভিষেক বচ্চন।

সুপ্রতীক সেন এবং অভিষেক নিজে প্রায় এক বছর ধরে স্ক্রিপ্ট লিখেছেন। অভিষেক জানিয়েছেন ‘পদ্মভূষণ’ ধ্যান চাঁদ দেশের অন্যতম সেরা হকি খেলোয়াড়। ওঁর জীবনী নিয়ে অনেক তথ্য অভিষেকদের হাতে এসেছে। প্রচুর রিসার্চ করে তবেই তাঁরা স্ক্রিপ্ট লিখেছেন। পরিচালক মনে করেন ধ্যান চাঁদের জীবনী নিয়ে আলাদা করে গল্প লেখা উচিৎ। ওঁর মত হকিলেজেন্ডের বায়োপিক পরিচালনা করার সুযোগ পেয়ে অভিষেক গর্বিত। ধ্যান চাঁদের পুত্র অশোক কুমারও এই খবরে খুব খুশি। উনি জানিয়েছেন ছবির মাধ্যমে ধ্যান চাঁদের জীবনের ওঠাপড়ার গল্প এবার সারা বিশ্ব জানতে পারবে।

আরও পড়ুন :কষ্ট পাচ্ছেন তাপসী পান্নু! তার আসল কারণ জানেন?

সব কিছু ঠিক ঠাক থাকলে সামনের বছর শুটিং শুরু করবেন অভিষেকরা।ছবি মুক্তি পেতে ২০২২।

Next Article