সপরিবারে জিতের ‘ডেজ়ার্ট সাফারি’, বর্ষশেষে খোশমেজাজে নায়ক
সময়ের সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ার খেলাটা রীতিমতো হাতের মুঠোয় করে ফেলেছেন অভিনেতা জিত্। এককালে সে ভাবে তিনি সক্রিয় ছিলেন না নিজের ইনস্টাগ্রামের পাতায়। তবে এখন তাঁর ইনস্টাগ্রামে উঁকি দিলেই বোঝা যায় তিনি ঠিক কতটা উপভোগ করেন তাঁর ভক্তদের সঙ্গে সময় কাটানো।
সময়ের সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ার খেলাটা রীতিমতো হাতের মুঠোয় করে ফেলেছেন অভিনেতা জিত্। এককালে সে ভাবে তিনি সক্রিয় ছিলেন না নিজের ইনস্টাগ্রামের পাতায়। তবে এখন তাঁর ইনস্টাগ্রামে উঁকি দিলেই বোঝা যায় তিনি ঠিক কতটা উপভোগ করেন তাঁর ভক্তদের সঙ্গে সময় কাটানো। নিজের পরিবার,ব্যক্তিগত জীবনের কিছু ঝলকও দেখতে পাওয়া যায়। যেমন বছর শেষে পরিবারের সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন নায়ক।
View this post on Instagram
সপরিবারে দুবাইয়ে রয়েছেন তিনি। ছেলের সঙ্গে সময় কাটানোর বেশ কিছু মুহূর্ত পোস্ট করেছেন তিনি। সেই সঙ্গে স্ত্রী, মেয়েকে নিয়ে দুবাইয়ে ডেজ়ার্ট সাফারির ভিডিয়োও পোস্ট করেন অভিনেতা। নায়কের ভ্রমণের ভিডিয়ো খুব অল্প সময়ের মধ্য়েই মন জয় করেছে সবার। অন্য দিকে কাজের চাপে পরিবারকে খুব বেশি সময় দিয়ে উঠতে পারেন না নায়ক। তাই তাঁর পরিবারও যে এই মুহূর্তগুলো পরতে পরতে উপভোগ করছেন তা বোঝা গেল ভিডিয়ো দেখেই।
View this post on Instagram
উল্লেখ্য, বছরের শেষে টলিপাড়ার বেশিরভাগ তারকাই দেশের বাইরে। দুই ছেলে মেয়েকে নিয়ে রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্য়ায় বেড়াতে গিয়েছে ফুকেতে। অন্য দিকে দেবচন্দ্রিমা সিংহ রায়, গৌরব চট্টোপাধ্য়ায়-দেবলীনা কুমার সবাই ঘুরতে বেড়িয়েছেন। উল্লেখ্য, নতুন বছর পড়তেই নাকি নতুন কাজে হাত দেবেন জিত্। সব ঠিক থাকলে মার্চ মাস থেকে শুটিং শুরু। ছবির নাম ‘লায়ন’। শোনা যাচ্ছে, পরিচালক রাইহান রাফী ‘রাফ অ্যান্ড টাফ’ জিৎকে পর্দায় তুলে ধরতে চান। নায়ক সেই কারণেই চুল বাড়াতে পারেন। দুবাই থেকে ফিরেই চিত্রনাট্য নিয়ে বসবেন নায়ক।