‘কাকু’র পেসমেকারের ব্যাটারি খারাপ! রিপোর্ট বলছে অন্য কথা, পিছিয়ে গেল চার্জ গঠন

Recruitment Scam: বাইপাসের ধারে যে হাসপাতালে চিকিৎসাধীন 'কাকু', সেই হাসপাতালের থেকে মেডিক্যাল রিপোর্ট তলব করেছে আদালত। বিচারক শুভেন্দু সাহাকে সুজয়কৃষ্ণের আইনজীবী জানান, তাঁর মক্কেল এখনও অসুস্থ।

'কাকু'র পেসমেকারের ব্যাটারি খারাপ! রিপোর্ট বলছে অন্য কথা, পিছিয়ে গেল চার্জ গঠন
ফাইল ছবিImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 02, 2025 | 12:50 PM

কলকাতা: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আবারও পিছিয়ে গেল চার্জ গঠন। অন্যতম অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র অসুস্থ থাকায় পিছিয়ে গেল প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার চার্জ গঠন প্রক্রিয়া। অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন সুজয়কৃষ্ণ। সংজ্ঞাহীন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। পরে জ্ঞান ফিরেছে তাঁর। বৃহস্পতিবার তাঁর শারীরিক অবস্থার কথা জানানো হয়েছে আদালতে।

অসুস্থতার কারণে সুজয়কৃষ্ণকে আদালতে পেশ না করায় দ্বিতীয়বারের জন্য স্থগিত হয়ে গেল প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার শুনানি। আগামী ৬ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

বাইপাসের ধারে যে হাসপাতালে চিকিৎসাধীন ‘কাকু’, সেই হাসপাতালের থেকে মেডিক্যাল রিপোর্ট তলব করেছে আদালত। বিচারক শুভেন্দু সাহাকে সুজয়কৃষ্ণের আইনজীবী জানান, তাঁর মক্কেল এখনও অসুস্থ। আইসিসিসইউ-তে ভর্তি।

সুজয়ের আইনজীবী এদিন বলেন, “আমার ক্লায়েন্টকে আলিপুরের বেসরকারি হাসপাতাল থেকে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রথমে ভেন্টিলেশনে ছিলেন। এখন আইসিসিসইউ-তে আছেন।”

বিচারক জানতে চান, কী হয়েছে ওঁর? সুজয়কৃষ্ণের আইনজীবী বলেন, পেসমেকারের সমস্যা আছে। ১০ বছর হয়ে গিয়েছে পেসমেকার বসানো হয়েছে। ব্যাটারি কাজ করছে না। আরও কিছু সমস্যা আছে। তাই ওঁকে অন্যত্র সরানো হয়েছে। অন্যদিকে, বেসরকারি হাসপাতালের মেডিক্যাল রিপোর্টে জানানো হয়েছে, সংজ্ঞাহীন অবস্থায় তাঁকে হাসপাতালে আনা হয়েছিল। সব পরীক্ষা হয়েছে। তাঁর এই মুহূর্তে কোনও কার্ডিও (হার্টের) সমস্যা নেই। তাঁকে চিকিৎসার জন্য আর একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।