PM Narendra Modi: দিল্লির যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হতে চলেছে, রবিতে ‘দরাজ’ হচ্ছেন মোদী
PM Narendra Modi: রবিবার শাহিবাবাদ থেকে নিউ অশোক নগরের মধ্যে নমো ভারত করিডরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দিল্লি মেট্রোর জনকপুরী ও কৃষ্ণ পার্ক লাইনের উদ্বোধন করবেন তিনি। আবার দিল্লি মেট্রোর রিথালা ও কুণ্ডলীর মধ্যে লাইনের শিলান্যাস করবেন।
নয়াদিল্লি: রবিবার দিল্লিতে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লিতে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে একাধিক প্রকল্প নিয়েছে কেন্দ্র। আগামিকাল সেগুলির উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। প্রকল্পগুলির জন্য কেন্দ্র ১২ হাজার কোটি টাকার বেশি খরচ করছে। রবিবার দিল্লির রোহিনীতে এক জনসভায় বক্তব্যও রাখবেন নমো।
আগামিকাল শাহিবাবাদ থেকে নিউ অশোক নগরের মধ্যে নমো ভারত করিডরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দিল্লি মেট্রোর জনকপুরী ও কৃষ্ণ পার্ক লাইনের উদ্বোধন করবেন তিনি। আবার দিল্লি মেট্রোর রিথালা ও কুণ্ডলীর মধ্যে লাইনের শিলান্যাস করবেন। রোহিনীতে কেন্দ্রীয় আয়ুর্বেদ রিসার্চ ইনস্টিটিউটের একটি অত্যাধুনিক সুবিধাযুক্ত কেন্দ্রের শিলান্যাসও করবেন মোদী। তার আগে সকাল ১১টায় নমো ভারত ট্রেনে সফর করবেন। শাহিবাবাদ আরআরটিএস স্টেশন থেকে নিউ অশোক নগর আরআরটিএস স্টেশন পর্যন্ত যাবেন তিনি।
নমো ভারত ট্রেনে সওয়ার ও নানা প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের পর জনসভাও করবেন নরেন্দ্র মোদী। বেলা ১টায় রোহিনীতে জনসভায় বক্তব্য রাখবেন তিনি।
এই খবরটিও পড়ুন
এর আগে শুক্রবার দিল্লিতে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী। তার মধ্যে ছিল জেলারওয়ালাবাগ ও অশোক বিহারের ঝুপড়িবাসীর জন্য অ্যাপার্টমেন্ট। অশোক বিহারে ‘স্বাভিমান’ অ্যাপার্টমেন্টের উদ্বোধন করেন মোদী। যাঁরা সরকারি চাকরি করেন তাঁদের জন্যও সরোজিনী নগরে একটি আবাসনের উদ্বোধন করেন তিনি। এছাড়াও একাধিক প্রকল্পের শিলান্যাস করেন। সবমিলিয়ে শুক্রবার প্রধানমন্ত্রী ৪ হাজার ৫০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন।