Fixed deposit: কোথায় ফিক্সড ডিপোজিট করবেন? ব্যাঙ্ক, পোস্ট অফিসে যাওয়ার আগে জেনে নিন

Fixed deposit: ব্যাঙ্ক ও পোস্ট অফিস-দুই জায়গাতেই স্থায়ী আমানত করা যায়। এখন একজন আমাতনকারীকে ঠিক করতে হবে, তিনি কোথায় টাকা জমাবেন। ফলে স্থায়ী আমানত করার আগে জেনে নিন ব্যাঙ্ক ও পোস্ট অফিসে সুদের হার কেমন। আবার বিভিন্ন ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটে সুদের হার বিভিন্ন।

Fixed deposit: কোথায় ফিক্সড ডিপোজিট করবেন? ব্যাঙ্ক, পোস্ট অফিসে যাওয়ার আগে জেনে নিন
প্রতীকী ছবি
Follow Us:
| Updated on: Jan 04, 2025 | 3:31 PM

নয়াদিল্লি: শেয়ার বাজার নয়। অনেকেই স্থায়ী আমানতে (ফিক্সড ডিপোজিট) আগ্রহী। স্থায়ী আমানতের ক্ষেত্রে লোকসানের কোনও আশঙ্কা থাকে না। কারণ, স্কিমের প্রথমেই সুদের হার বলা থাকে। ব্যাঙ্ক এবং পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট(FD) করা যায়। সেভিং অ্যাকাউন্টে টাকা রাখার চেয়ে FD করলে বেশি সুদ পাওয়া যায়। কিন্তু, কোথায় ফিক্সড ডিপোজিট (FD) করলে বেশি হারে সুদ পাবেন?

কেমন রিটার্ন পাওয়া যায়?

ব্যাঙ্ক ও পোস্ট অফিস-দুই জায়গাতেই স্থায়ী আমানত করা যায়। এখন একজন আমাতনকারীকে ঠিক করতে হবে, তিনি কোথায় টাকা জমাবেন। ফলে স্থায়ী আমানত করার আগে জেনে নিন ব্যাঙ্ক ও পোস্ট অফিসে সুদের হার কেমন। আবার বিভিন্ন ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটে সুদের হার বিভিন্ন। সাধারণ নাগরিকের ক্ষেত্রে ৫ বছরের জন্য স্থায়ী আমানতে সুদের হার ৭.৪ শতাংশের আশপাশে। সেখানে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে তা ৭.৯ শতাংশ।

এই খবরটিও পড়ুন

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় (SBI) স্থায়ী আমানতে সুদের হার-

দেশের মধ্যে সবচেয়ে বড় রাষ্ট্রীয় ব্যাঙ্ক এসবিআই। কত বছরের জন্য এফডি করছেন, তার উপর নির্ভর করে এখানে সুদের হার বিভিন্ন হয়। এক থেকে পাঁচ বছরের জন্য ৭ শতাংশ পর্যন্ত সুদের হার হয়। ৩-৫ বছর স্থায়ী আমানতের ক্ষেত্রে সুদের হার ৬.৭৫ শতাংশ। আর ৫ বছর থেকে ১০ বছর পর্যন্ত স্থায়ী আমানতের ক্ষেত্রে সুদের হার ৬.৫ শতাংশ।

ব্যাঙ্ক অব বরোদা –

ব্যাঙ্ক অব বরোদায় এক বছরের বেশি স্থায়ী আমানতের ক্ষেত্রে ৭.৩ শতাংশ হারে সুদ পাওয়া যায়। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে তা ৭.৮ শতাংশ।

ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়া-

ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় এক থেকে ২ বছরের জন্য স্থায়ী আমানতের ক্ষেত্রে ৭.৩ শতাংশ হারে সুদ পাওয়া যায়। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে তা ৭.৮ শতাংশ।

HDFC ব্যাঙ্ক-

বেসরকারি ব্যাঙ্কগুলি থেকে স্থায়ী আমানতের ক্ষেত্রে ভাল রিটার্ন পাওয়া যায়। HDFC পাঁচ বছর পর্যন্ত স্থায়ী আমানতের ক্ষেত্রে ৭.৪ শতাংশ হারে সুদ দেয়। আর প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে তা ৭.৯ শতাংশ।

ICICI ব্যাঙ্ক-

ICICI ব্যাঙ্ক স্থায়ী আমানতের ক্ষেত্রে কত বছরের জন্য করা হচ্ছে, সেই মতো সুদের হার নির্ধারণ করে। এক থেকে ২ বছরের জন্য স্থায়ী আমানতের ক্ষেত্রে ৬.৭ শতাংশ থেকে ৭.২৫ শতাংশ হারে সুদ দেয়। ৩ থেকে ৫ বছরের স্থায়ী আমানতের ক্ষেত্রে ৭ শতাংশ হারে সুদ দেয়।

বন্ধন ব্যাঙ্ক-

বন্ধন ব্যাঙ্কে ১৫ মাসের জন্য স্থায়ী আমানতের ক্ষেত্রে একজন সাধারণ নাগরিক ৭.৯৯ শতাংশ হারে সুদ পান। প্রবীণ নাগরিকের ক্ষেত্রে তা ৮.৪৯ শতাংশ।

ইন্ডাসইন্ড ব্যাঙ্ক-

৩৬৫ দিনের বেশি স্থায়ী আমানতের ক্ষেত্রে ইন্ডাসইন্ড ব্যাঙ্কে সুদের হার ৭.৯৯ শতাংশ। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে তা ৮.৪৯ শতাংশ।

পোস্ট অফিসে স্থায়ী আমানত-

পোস্ট অফিসে স্থায়ী আমানতের ক্ষেত্রে ৬.৯ শতাংশ থেকে ৭.৫ শতাংশ হারে সুদ পাওয়া যায়। এক বছরের জন্য স্থায়ী আমানতের ক্ষেত্রে সুদের হার ৬.৯ শতাংশ। ৫ বছরের জন্য স্থায়ী আমানতের ক্ষেত্রে ৭.৫ শতাংশ হারে সুদ পাওয়া যায়।

কয়েকটি ব্যাঙ্কে ৫ কিংবা তার বেশি বছরের স্থায়ী আমানতের ক্ষেত্রে ৬.৫ শতাংশ হারে সুদ পাওয়া যায়। বেশি সময়ের চেয়ে কম সময়ের জন্য স্থায়ী আমানতের ক্ষেত্রে বাড়তি সুদ পাওয়া যায়।