আকাশপথে কাউকে রেয়াত করে না, ভারতের বায়ুসেনার আস্থা এখন Astra Mk2
Missile: MK2-র প্রতি ভারতীয় সেনাবাহিনীর আস্থা বেড়েছে। ঠিক কতগুলি এরকম মিসাইল কেনা হবে তা এখনও প্রকাশ করা হয়নি, তবে সূত্রের খবর, ভবিষ্যতে তেজস এমকে 2, টিইডিবিএফ ফাইটার জেটেও এই মিসাইল বসানো হবে।
নয়া দিল্লি: আকাশপথে যুদ্ধের ক্ষমতা আরও বাড়াতে এবার Astra Mk2 ক্ষেপণাস্ত্র সংগ্রহের প্রক্রিয়া শুরু করল ভারত। এই পদক্ষেপটি এই অত্যাধুনিক এয়ার-টু-এয়ার মিসাইল (BVRAAM) সেই উদ্যোগের সূচনা করেছে। Astra Mk2 হল তার পূর্বসূরি, Astra Mk1-এর একটি উন্নত সংস্করণ, যা ইতিমধ্যেই ভারতীয় বায়ুসেনাকে বেশ কয়েকটি ফাইটার জেট, যেমন Sukhoi-30MKI এবং দেশীয় হালকা যুদ্ধ বিমান (LCA) তেজসের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। Mk2-র সংস্করণটিতে অনেক নতুন বৈশিষ্ট্য আছে।
১৬০ কিলোমিটার পরিসীমা সহ, এটি এর আগের সংস্করণের তুলনায় অনেক বেশি কার্যকর এবং শক্তিশালী। এটি কোনও শত্রুপক্ষের বিমানের বিরুদ্ধে লড়তে ক্ষমতা প্রদান করে। যার কারণে শত্রুর বিমান উদ্ধারের সুযোগ কমে যায়। এটিতে একটি অপটিক্যাল প্রক্সিমিটি ফিউজ রয়েছে। অর্থাৎ এই মিসাইল টার্গেটের উপর নজর রাখে। এর ওজন ১৫৪ কেজি, দৈর্ঘ্য ১২.৬ ফুট, ব্যাস ৭ ইঞ্চি।
MK2-র প্রতি ভারতীয় সেনাবাহিনীর আস্থা বেড়েছে। ঠিক কতগুলি এরকম মিসাইল কেনা হবে তা এখনও প্রকাশ করা হয়নি, তবে সূত্রের খবর, ভবিষ্যতে তেজস এমকে 2, টিইডিবিএফ ফাইটার জেটেও এই মিসাইল বসানো হবে।
পুরনো MICA মিসাইলের জায়গায় দেশীয় অস্ত্রের প্রতি আস্থা প্রকাশ করছে ভারতীয় বায়ুসেনা। আগামী দিনে, MK 2 এর পর MK 3 তৈরি হবে যার রেঞ্জ হবে ৩৫০ কিলোমিটার।