Malda: রয়েছে শুধু ব্যাগ, কলেজ যাওয়ার পথে চলন্ত ট্রেন থেকে ‘উধাও’ বছর কুড়ির দীপ্তি

Malda: রবিবার হরিশ্চন্দ্রপুর স্টেশন থেকে কুলিক এক্সপ্রেসে করে কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। ঠিক ছিল রামপুরহাট স্টেশনে নামবে। সেখান থেকে আরেকটি ট্রেন ধরে যাবে দুমকা। মালদা টাউন স্টেশন ঢোকার আগেও পরিবারের সঙ্গে ফোনে কথা হয়।

Malda: রয়েছে শুধু ব্যাগ, কলেজ যাওয়ার পথে চলন্ত ট্রেন থেকে 'উধাও' বছর কুড়ির দীপ্তি
দীপ্তি ভাগতImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 06, 2025 | 5:47 PM

মালদহ: নিখোঁজ ইঞ্জিনিয়ারিং ছাত্রী। চলন্ত ট্রেন থেকে উধাও। অপহরণের আশঙ্কা। পড়ে আছে ব্যাগ। চাঞ্চল্য মালদার হরিশ্চন্দ্রপুরে। স্থানীয় সূত্রে খবর, হরিশ্চন্দ্রপুর থানা এলাকার বারদুয়ারির বাসিন্দা দীপ্তি ভাগত (২০)। পড়াশোনা করতেন ঝাড়খন্ডের দুমকার একটি ইঞ্জিনিয়ারিং কলেজে।

রবিবার হরিশ্চন্দ্রপুর স্টেশন থেকে কুলিক এক্সপ্রেসে করে কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। ঠিক ছিল রামপুরহাট স্টেশনে নামবে। সেখান থেকে আরেকটি ট্রেন ধরে যাবে দুমকা। মালদা টাউন স্টেশন ঢোকার আগেও পরিবারের সঙ্গে ফোনে কথা হয়। কিন্তু তারপর থেকে নিখোঁজ। এদিকে ফারাক্কা ব্রিজে পাওয়া গিয়েছে দীপ্তির ব্যাগ মোবাইল সহ অন্যান্য সরঞ্জাম।

এক ব্যক্তি সেই সব জিনিস এনটিপিসি ফাঁড়িতে জমা দেয়। সেখান থেকে খবর আসে দীপ্তির পরিবারের কাছে। এই মুহূর্তে চরম দুশ্চিন্তায় পরিবারের লোকেরা। কী হল তাদের মেয়ের। কোথায় নিয়ে যাওয়া হয়েছে দীপ্তিকে? ক্রমশ দানা বাঁধছে রহস্য। পরিবারের পক্ষ থেকে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ প্রসঙ্গে দীপ্তির বাড়ির লোক জানিয়েছে, “কলেজে যাচ্ছিল। তারপর থেকে মিসিং। ট্রেন থেকে ওর ব্যাগ পাওয়া গেছে। আমাদের মনে হয় কোনও দুষ্কৃতী অপহরণ করেছে। ও ইঞ্জিনিয়ারিং পড়ত। কলেজেই যাচ্ছিল। টাকা-পয়সা মোবাইল মিলেছে।”