হাসপাতালে প্রেম চোপড়া, কী হয়েছে অভিনেতার?
রয়েছেন চিকিৎসকদের কড়া নজরেই। পরিবার সূত্রের খবর, আগের থেকে এখন অনেকটাই সুস্থ রয়েছেন প্রেম। সাড়া দিচ্ছেন চিকিৎসায়।প্রেমের চিকিৎসক জানিয়েছেন, অভিনেতার ফুসফুসে সংক্রমণ পাওয়া গিয়েছে। সঙ্গে অল্প জ্বর। তাঁকে রাখা হয়েছে আইসিইউতে।

বলিউড অভিনেতা ধর্মেন্দ্র হাসপাতালে। জানা গিয়েছে, তাঁর শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল। আর এবার খবর মুম্বইয়ে লীলাবতি হাসপাতালে ভর্তি বলিউডের আরেক বর্ষীয়ান অভিনেতা প্রেম চোপড়া।
কী হয়েছে অভিনেতার?
সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, গত শনিবার বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন প্রেম চোপড়া। রয়েছেন চিকিৎসকদের কড়া নজরেই। পরিবার সূত্রের খবর, আগের থেকে এখন অনেকটাই সুস্থ রয়েছেন প্রেম। সাড়া দিচ্ছেন চিকিৎসায়।প্রেমের চিকিৎসক জানিয়েছেন, অভিনেতার ফুসফুসে সংক্রমণ পাওয়া গিয়েছে। সঙ্গে অল্প জ্বর। তাঁকে রাখা হয়েছে আইসিইউতে।
প্রেম চোপড়া পাঞ্জাবি সিনেমা দিয়ে তাঁর চলচ্চিত্রজীবন শুরু করেন, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি চৌধুরী করনাইল সিংহ (১৯৬০)-এর মাধ্যমে আত্মপ্রকাশ করেন। একই সময়ে তিনি হিন্দি চলচ্চিত্রেও কাজ শুরু করেন এবং শহীদ (১৯৬৫) ছবিতে এক বিরল ইতিবাচক চরিত্রে অভিনয় করে প্রাথমিক স্বীকৃতি অর্জন করেন। তবে পরবর্তীকালে রুচিশীল অথচ ভয়ংকর খলনায়কের চরিত্রে অভিনয়ের মাধ্যমেই তিনি ঘরে ঘরে পরিচিত নাম হয়ে ওঠেন।
১৯৬০-এর দশকের শেষ থেকে ১৯৯০-এর দশকের মাঝামাঝি পর্যন্ত তিনি দো রাসতে (১৯৬৯), কাটি পতঙ্গ (১৯৭০), দো অঞ্জানে (১৯৭৬), দোস্তানা (১৯৮০) এবং ক্রান্তি (১৯৮১)-সহ একের পর এক সফল ছবিতে অভিনয় করেন।
