২০১৬-র ২০ ডিসেম্বর জন্ম হয় তৈমুরের। জন্মের পরেই বিতর্কে জড়াতে হয়েছিল একরত্তিকে। তার নাম কেন তৈমুর রাখা হল সে নিয়ে সরব হয়েছিল নেটিজেনদের একাংশ। সন্তানের নাম তৈমুর রাখা নিয়ে সইফ-করিনা জানিয়েছিলেন, অত্যাচারী সুলতানের নামে নয়, সন্তানের নাম তৈমুর রাখার কারণ হল তৈমুর শব্দের অর্থ। ‘তৈমুর’ শব্দের অর্থ ‘লোহা’। আগামী বছরের মার্চে দ্বিতীয়বার মা হচ্ছেন করিনা। দুই পরিবার অপেক্ষা করছে নতুন অতিথির।