‘হাল্ক’ বেলুন, চকোলেট কেক, তৈমুরের জন্মদিনে বিরাট সেলিব্রেশন, দেখুন ফোটো অ্যালবাম

এক ঝলকে দেখে নিন 'ছোটে নবাব'-এর জন্মদিনের কিছু মুহূর্ত।

| Updated on: Dec 21, 2020 | 2:56 PM
চার বছর পূর্ণ করল তৈমুর আলি খান। গতকালই ছেলের জন্মদিন উপলক্ষে আবেগঘন পোস্ট করেছিলেন মা করিনা কপূর খান। বেলা বাড়তেই পতৌদি পরিবারে শুরু হল গ্র্যান্ড সেলিব্রেশন। একে একে হাজির হলের অতিথিরা। এক ঝলকে দেখে নিন 'ছোটে নবাব'-এর জন্মদিনের কিছু মুহূর্ত।

চার বছর পূর্ণ করল তৈমুর আলি খান। গতকালই ছেলের জন্মদিন উপলক্ষে আবেগঘন পোস্ট করেছিলেন মা করিনা কপূর খান। বেলা বাড়তেই পতৌদি পরিবারে শুরু হল গ্র্যান্ড সেলিব্রেশন। একে একে হাজির হলের অতিথিরা। এক ঝলকে দেখে নিন 'ছোটে নবাব'-এর জন্মদিনের কিছু মুহূর্ত।

1 / 8
তোড়জোড় যে বেশ ভালই চলছে তা আন্দাজ করা গিয়েছিল সকাল থেকেই। রকমারি লাইটে সাজানো হয়েছিল গোটা বাড়িকে। আনা হয়েছিল মস্ত বড় চকোলেট কেক। আমন্ত্রিতদের মধ্যে বাইরের অতিথিদের দেখা না গেলেও কপূর এবং খান পরিবারের সদস্যরা চলে এসেছিলেন ছোট্ট 'টিম'-এর জন্মদিনে পালন করতে।

তোড়জোড় যে বেশ ভালই চলছে তা আন্দাজ করা গিয়েছিল সকাল থেকেই। রকমারি লাইটে সাজানো হয়েছিল গোটা বাড়িকে। আনা হয়েছিল মস্ত বড় চকোলেট কেক। আমন্ত্রিতদের মধ্যে বাইরের অতিথিদের দেখা না গেলেও কপূর এবং খান পরিবারের সদস্যরা চলে এসেছিলেন ছোট্ট 'টিম'-এর জন্মদিনে পালন করতে।

2 / 8
মেয়ে ইনায়া এবং স্বামী কুনাল খেমুকে নিয়ে হাজির হয়েছিলেন সোহা আলি খান। ইনায়া পরেছিলেন সাদা রঙের ফেয়ারি ড্রেস। অন্যদিকে সোহাকে দেখা গিয়েছিল জাম্প সুটে। হলুদ শর্টসে 'ক্যাজুয়াল লুকে' হাজির হয়েছিলেন কুনাল।

মেয়ে ইনায়া এবং স্বামী কুনাল খেমুকে নিয়ে হাজির হয়েছিলেন সোহা আলি খান। ইনায়া পরেছিলেন সাদা রঙের ফেয়ারি ড্রেস। অন্যদিকে সোহাকে দেখা গিয়েছিল জাম্প সুটে। হলুদ শর্টসে 'ক্যাজুয়াল লুকে' হাজির হয়েছিলেন কুনাল।

3 / 8
হাজির হয়েছিলেন তৈমুরের দিদা ববিতাও। মাসি করিশ্মার সঙ্গে উপস্থিত হয়েছিলেন দাদু রণধীর কপূর। সবার মুখেই কিন্তু ছিল মাস্ক। করিনার ইনস্টা স্টোরি ঘাঁটলেই দেখা যাবে, দুই পরিবারের সবাই মিলে আনন্দ সহকারে কেক কেটেছেন।

হাজির হয়েছিলেন তৈমুরের দিদা ববিতাও। মাসি করিশ্মার সঙ্গে উপস্থিত হয়েছিলেন দাদু রণধীর কপূর। সবার মুখেই কিন্তু ছিল মাস্ক। করিনার ইনস্টা স্টোরি ঘাঁটলেই দেখা যাবে, দুই পরিবারের সবাই মিলে আনন্দ সহকারে কেক কেটেছেন।

4 / 8
ছেলের জন্মদিনে করিনা পরেছিলেন হলুদ রঙের সালোয়ার। তৈমুরও ছিল খোশমেজাজে। সে পরেছিল কালো টি-শার্ট। সারা বাড়ি জুড়ে সবুজ বেলুনে লেখা হয়েছিল 'শুভ জন্মদিন টিম'।

ছেলের জন্মদিনে করিনা পরেছিলেন হলুদ রঙের সালোয়ার। তৈমুরও ছিল খোশমেজাজে। সে পরেছিল কালো টি-শার্ট। সারা বাড়ি জুড়ে সবুজ বেলুনে লেখা হয়েছিল 'শুভ জন্মদিন টিম'।

5 / 8
গতকাল ছোট্ট টিমের জন্মদিনে আবেগঘন পোস্ট করেছিলেন করিনা। এখনও পর্যন্ত তৈমুরের নানা না দেখা ছবি শেয়ার করে তিনি লেখেন, “আম্মার থেকে বেশি তোকে কেউ ভালবাসবে না”।

গতকাল ছোট্ট টিমের জন্মদিনে আবেগঘন পোস্ট করেছিলেন করিনা। এখনও পর্যন্ত তৈমুরের নানা না দেখা ছবি শেয়ার করে তিনি লেখেন, “আম্মার থেকে বেশি তোকে কেউ ভালবাসবে না”।

6 / 8
করিনা আরও লেখেন, "সব কাজেই যে পরিমাণ মন তুমি দাও তাতে আমি অভিভূত। মাথা উঁচু করে স্বপ্নের পিছনে ছুটে যাও। কিন্তু এ সব কিছুর আগে যা তোমায় খুশি করে তাই কোরো।"

করিনা আরও লেখেন, "সব কাজেই যে পরিমাণ মন তুমি দাও তাতে আমি অভিভূত। মাথা উঁচু করে স্বপ্নের পিছনে ছুটে যাও। কিন্তু এ সব কিছুর আগে যা তোমায় খুশি করে তাই কোরো।"

7 / 8
২০১৬-র ২০ ডিসেম্বর জন্ম হয় তৈমুরের। জন্মের পরেই বিতর্কে জড়াতে হয়েছিল একরত্তিকে। তার নাম কেন তৈমুর রাখা হল সে নিয়ে সরব হয়েছিল নেটিজেনদের একাংশ। সন্তানের নাম তৈমুর রাখা নিয়ে সইফ-করিনা জানিয়েছিলেন, অত্যাচারী সুলতানের নামে নয়, সন্তানের নাম তৈমুর রাখার কারণ হল তৈমুর শব্দের অর্থ। ‘তৈমুর’ শব্দের অর্থ ‘লোহা’। আগামী বছরের মার্চে দ্বিতীয়বার মা হচ্ছেন করিনা।  দুই পরিবার অপেক্ষা করছে নতুন অতিথির।

২০১৬-র ২০ ডিসেম্বর জন্ম হয় তৈমুরের। জন্মের পরেই বিতর্কে জড়াতে হয়েছিল একরত্তিকে। তার নাম কেন তৈমুর রাখা হল সে নিয়ে সরব হয়েছিল নেটিজেনদের একাংশ। সন্তানের নাম তৈমুর রাখা নিয়ে সইফ-করিনা জানিয়েছিলেন, অত্যাচারী সুলতানের নামে নয়, সন্তানের নাম তৈমুর রাখার কারণ হল তৈমুর শব্দের অর্থ। ‘তৈমুর’ শব্দের অর্থ ‘লোহা’। আগামী বছরের মার্চে দ্বিতীয়বার মা হচ্ছেন করিনা। দুই পরিবার অপেক্ষা করছে নতুন অতিথির।

8 / 8
Follow Us: