২০২৩ সালের ১৬ সেপ্টেম্বর জন্ম হয় অভিনেতা গৌরব চক্রবর্তী এবং অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষের পুত্র ধীরের। দেখতে-দেখতে ৬ মাস অতিক্রম করল ধীর। দারুণ মিষ্টি বাচ্চা সে। তাকে নিয়ে অনেক পোস্ট করেছেন গৌরব-ঋদ্ধিমা। ধীরকে নিয়ে সব জায়গায় যান তার তারকা পিতা-মাতা গৌরব-ঋদ্ধিমা। মাত্র আড়াই মাসের ধীরকে কোলে নিয়ে দার্জিলিঙের বুকে বিবাহবার্ষিকী পালন করতে ছুটেছিলেন গৌরব-ঋদ্ধিমা। তখন অত ছোট ছেলেকে নিয়ে ঠান্ডা জায়গায় যাওয়ার জন্য নেটপাড়ার অনেকের শাসনও শুনতে হয়েছিল এই তারকা জুটিকে। এত সবের মধ্যেও কিন্তু ধীরের মুখ দেখাতেন না গৌরব-ঋদ্ধিমা। সেটা আড়ালেই ছিল। আর অনুগামীরা প্রহর গুনতেন, কখনও ছোট্ট সোনার মুখ দেখতে পাবেন তাঁরা। সেই অপেক্ষার অবসান হয়েছে। ১৩ মার্চ ছিল ধীরের অন্নপ্রাসন। প্রথম ভাত খেল ধীর। বাবা গৌরবের সঙ্গে ম্যাচ করে সে নিজেও পরেছিল লাল সুতো দিয়ে কারুকার্য করা সাদা পাঞ্জাবী। এইদিনই ছেলের মুখ দুনিয়াবাসীকে দেখিয়েছেন গৌরব-ঋদ্ধিমা। কার মতো দেখতে হয়েছে ধীরকে?
অভিনেতাদের পরিবারে জন্ম হয়েছে ধীরের। কেবল কাকিমা (গৌরবের ভাই অভিনেতা অর্জুন চক্রবর্তীর স্ত্রী সৃজা) ছাড়া সবাই অভিনয় করেন। ঠাকুরদা সব্যসাচী চক্রবর্তী সিনিয়র অভিনেতা, ঠাকুমা মিঠু চক্রবর্তী অভিনেত্রী, বাবা গৌরব, মা ঋদ্ধিমা এবং কাকা অর্জুনও অভিনেতা। ধীর অভিনেতা হবেন কি না, তা নিয়ে এখন থেকে কেউই অনুমান করছেন না। কিন্তু তাকে কার মতো দেখতে হয়েছে, সেটা নিয়ে নানা জনে নানা মতামত প্রকাশ করেছেন। ধীরকে নাকি কিছুটা মা এবং কিছুটা ঠাকুমার মতো দেখতে হয়েছে। তেমনটাই মত নেট মহলের অধিকাংশের। এই মিষ্টি ছবি পোস্ট হওয়া মাত্রই ভালবাসা পাচ্ছে ছোট্ট ধীর। তাঁকে আদর জানিয়েছেন তারকারাও।