মেয়ে যাতে কোনও ছেলের পাল্লায় না পড়ে, তাই বাবা-মায়ের কড়া শাসন ছিল অভিনেত্রী রাজন্যা মিত্রর উপর। কিন্তু তাও ক্লাস নাইন থেকে টেনে ওঠার সময় এক প্রেমিক জুটেছিল রাজন্যার। সেই প্রেমিকের সঙ্গে কোনও কথাই ছিল না রাজন্যার। অভিনেত্রীকে ফলো করত সেই ছেলেটি। তাঁর টিউশনের বাইরে দাঁড়িয়ে থাকতেন তিনি। একবার সাহস জোগাড় করে অভিনেত্রীকে চিঠিও দিয়েছিলেন সেই প্রেমিক। কিন্তু ওই পর্যন্তই। ঘাবড়ে গিয়েছিলেন অভিনেত্রী। তাঁকে এড়িয়ে চলা শুরু করে দিয়েছিলেন। অভিনেত্রীর পিছনে না ছুটে তাঁর মায়ের সঙ্গে ভাব জমাতে শুরু করেন। রাজন্যার সেই প্রথম প্রেমের নাম ছিল বাবাইদা।
বাবাইদা ছিলেন রাজন্যারই এক বান্ধবীর অঙ্কের শিক্ষক। রাজন্যার প্রতি বাবাইদার ভালবাসা আঁচ করে সেই বান্ধবী এসে তাঁকে অনুরোধ করেছিলেন, “তুই বাবাইদাকে ছেড়ে দে প্লিজ়, আমি ওকে ভালবাসি খুব। আমাকে অঙ্ক করাতে আসে।” রাজন্যা তৎক্ষণাৎ স্থির করেন, আর না, এই বিষয়টা এখানেই ইতি।
এটাই ছিল রাজন্যার জীবনের প্রথম প্রেমের অভিজ্ঞতা। তিনি বলেছেন, “প্রত্যেক পাড়াতেই এরকম বাবাইদারা থাকেন। এখনও আছেন কি না জানা নেই আমার। আমাদের ছোটবেলায় এরকমই এক বাবাইদাকে আমার আজও মনে পড়ে।”