AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

জিতুকে দেখতে হাসপাতালে শ্রাবন্তী, এখন কেমন আছেন অভিনেতা?

বুকে ব্য়থা সঙ্গে কাঁপুনি জ্বর। গতকালই তড়িঘড়ি জিতুকে বাইপাস সংলগ্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় জিতুকে। জানা গিয়েছে, ভয়ের কিছু কারণ নেই। জিতু শারীরিক অবস্থা আগের থেকে অনেকটাই স্থিতিশীল। চিকিৎসকের কড়া নজরেই রয়েছে অভিনেতা। বৃহস্পতিবার বিকেল নাগাদ জিতুকে দেখতে পৌঁছে গেলেন অভিনেত্রী শ্রাবন্তী।

জিতুকে দেখতে হাসপাতালে শ্রাবন্তী, এখন কেমন আছেন অভিনেতা?
| Updated on: Nov 06, 2025 | 6:54 PM
Share

গতকালই আচমকা ‘এরাও মানুষ’ সিনেমার শুটিং ফ্লোরে অসুস্থ হয়ে পড়েন জিতু কমল। বুকে ব্য়থা সঙ্গে কাঁপুনি জ্বর। গতকালই তড়িঘড়ি জিতুকে বাইপাস সংলগ্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় জিতুকে। জানা গিয়েছে, ভয়ের কিছু কারণ নেই। জিতু শারীরিক অবস্থা আগের থেকে অনেকটাই স্থিতিশীল। চিকিৎসকের কড়া নজরেই রয়েছে অভিনেতা। বৃহস্পতিবার বিকেল নাগাদ জিতুকে দেখতে পৌঁছে গেলেন অভিনেত্রী শ্রাবন্তী।

পরিচালক সাঁই প্রকাশ লাহিড়ীর এরাও মানুষ ছবির সেটেই অসুস্থ হয়ে পড়েন জিতু। এই ছবিতে জিতুর সঙ্গে জুটি বেঁধেছেন শ্রাবন্তী। স্বাভাবিকভাবেই সহঅভিনেতার কুশল সংবাদ নিতে হাসপাতালে পৌঁছে গিয়েছেন তিনি। হাসপাতালে পৌঁছে জিতুর সঙ্গে কিছুক্ষণ কথাও বলেন অভিনেত্রী।

এর আগে পরিচালক অংশুমান প্রত্যুষের বাবু সোনা ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল জিতু ও শ্রাবন্তীকে। সিনেমার ফ্লোরের বাইরেও জিতুর সঙ্গে তাঁর দারুণ বন্ধুত্ব।

এখন কেমন আছেন জিতু?

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, জিতুর মাঝে মাঝে জ্বর আসছে, কিছু পরীক্ষা করানো হয়েছে। ডাক্তার অনুমান করছে সংক্রমণের (ইনফেকশন) )কারণে জ্বর আসতে পারে। এখনই কিছু নিশ্চিত কারণ জানা যায়নি।

এবছর জিতু কমলের কেরিয়ার গ্রাফ বেশ ভালই। সিনেমার সঙ্গে সঙ্গে টেলিভিশনেও তিনি সুপারহিট। দীতিপ্রিয়া রায়ের সঙ্গে জুটি বেঁধে জিতু কমলের ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক প্রথম থেকেই টিআরপি কেড়ে নিয়েছে। সম্প্রতি দীতিপ্রিয়াকে নিয়ে বিতর্কে জড়ালেও, জিতু ও দিতিপ্রিয়ার জনপ্রিয়তায় কোনও খেদ পড়েনি। বরং জিতু-দীতিপ্রিয়া জুটি এখন দর্শকদের চোখের মণি।  সব বিতর্ক ভুলে দুজনেই ফের জুটি বেঁধে জমিয়ে দিচ্ছেন ছোটপর্দা।

তবে শুধুই এই ধারাবাহিক নয়, শুভশ্রীর সঙ্গে জুটি বেঁধে ‘গৃহপ্রবেশ’ ছবিতে জিতুর অভিনয়ে মুগ্ধ সিনেপ্রেমীরা। এই সময়ে বেশ কিছু ছবি নিয়ে ব্যস্ত জিতু।