AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘লক্ষ্মী ঝাঁপি’র নায়িকা শুভস্মিতার পাঁচবার বিয়ের পিঁড়িতে বসেছে! কেন বললেন অভিনেত্রী?

ঝাঁপি' । এই ধারাবাহিকের শুটিং ফ্লোরে TV9বাংলার সঙ্গে আলাপচারিতায় অভিনেত্রী জানালেন ধারাবাহিকের খুঁটিনাটি। নতুন কোনের বেশে বিয়ের শুট চলছিল, তাঁকে প্রশ্ন করা হয়েছিল এই নিয়ে তিনি কতবার বিয়ের পিড়িতে বসেছেন? উত্তর দিতে গিয়ে হাসি আর থামেনা, শুভস্মিতা বললেন, " এই নিয়ে পাঁচবার বিয়ের করে ফেলেছি ধারাবাহিকের জন্য।

'লক্ষ্মী ঝাঁপি'র নায়িকা শুভস্মিতার পাঁচবার বিয়ের পিঁড়িতে বসেছে! কেন বললেন অভিনেত্রী?
| Edited By: | Updated on: Aug 15, 2025 | 1:55 PM
Share

অভিনেত্রী শুভস্মিতা মুখোপাধ্যায় এখন ছোট পর্দার জনপ্রিয় মুখ। সন্ধে হলেই বাঙালির ড্রয়িংরুমে তাঁকে নিয়েই দর্শকদের সময় কেটে যায়। এই মুহূর্তে তাঁকে দেখা যাচ্ছে ঝাঁপি চরিত্রে। ধারাবাহিকের নাম ‘লক্ষ্মী ঝাঁপি’ । এই ধারাবাহিকের শুটিং ফ্লোরে TV9বাংলার সঙ্গে আলাপচারিতায় অভিনেত্রী জানালেন ধারাবাহিকের খুঁটিনাটি। নতুন কোনের বেশে বিয়ের শুট চলছিল, তাঁকে প্রশ্ন করা হয়েছিল এই নিয়ে তিনি কতবার বিয়ের পিড়িতে বসেছেন? উত্তর দিতে গিয়ে হাসি আর থামেনা, শুভস্মিতা বললেন, ” এই নিয়ে পাঁচবার বিয়ের করে ফেলেছি ধারাবাহিকের জন্য। এরআগে ২০২৩ সাল থেকে চলছিল হর গৌরী পাইস হোটেল, সেখানেই চারবার বিয়ের করে ফেলেছি, এই ধারাবাহিকের এটাই প্রথম বিয়ে। দেখা যাক ঝাঁপি কতবার কোনে সাজে?” তিনি আরও বলেন, প্রত্যেকবার নতুন নতুন কনের সাজে সাজিয়ে দেওয়া হয় আমাকে। তবে বিয়েরসাজে শুটিংয়ের খুব ঝামেলা, লাইট, ক্যামেরা তার উপর এত শাড়ি গয়না।” তাঁকে প্রশ্ন করা হয় এবার নিজের সত্যি বিয়ের সময় কী রূপে সাজবেন? প্র্যাকটিস তো হয়েই যাচ্ছে?উত্তরে তিনি বলেন, ” এই ভাবে বিয়ে করলে অনেক খরচ। একটুও ইচ্ছে নেই এত টাকা খরচ করার ।”

প্রসঙ্গত এর আগে ধারাবাহিক ছাড়াও বেশকিছু সিরিজের ও সিনেমায় কাজ করে ফেলেছেন অভিনেত্রী। এর মধ্যে উল্লেখযোগ্য হল ‘খ্যাপা’ মিনি সিরিজ। ‘চেঙ্গিজ’, মীনা টিভি সিরিজ। ঘাটতি সিরিজ। তবে অভিনেত্রী সবথেকে বেশি পরিচিতি পেয়েছেন তাঁর ধারাবাহিক হরগৌরি পাইস হোটেল ধারাবাহিকের জন্য।