‘পোশাক খুলে নাচতে বলেন’, পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে বিস্ফোরক তনুশ্রী
তনুশ্রী প্রথমে অগ্নিহোত্রীর বিরুদ্ধে সরাসরি কোনও অভিযোগ আনেননি, তবে আইনজীবীর দাবি, পরিচালক নিজেই একটি ১০ পাতার আইনি নোটিশে ঘটনাটি স্বীকার করে নিয়েছেন, যেখানে তিনি লেখেন...

বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত, #MeToo আন্দোলনের অন্যতম প্রধান মুখ হয়ে উঠেছিলেন তিনি। সরব হয়েছিলেন অন্যায়ের বিরুদ্ধে। তিনি আবারও খবরের শিরোনামে। আরও একবার করলেন আইনি পদক্ষেপ। তনুশ্রী অভিনেতা নানা পাটেকর এবং পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ নিয়ে বর্তমানে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।
অভিনেত্রী আইনজীবী নিতিন সতপুতে সম্প্রতি এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, ২০০৫ সালের ছবি ‘চকোলেট: ডিপ ডার্ক সিক্রেটস’-এর শ্যুটিংয়ের সময় তনুশ্রীকে বিবেক অগ্নিহোত্রী যৌন হেনস্তা করেন। অভিযোগে দাবি করা হয়, পরিচালক তাঁকে ক্যামেরার পেছনে পোশাক খুলে নাচতে বলেন, যাতে অপর অভিনেতা ‘কিউ’ বুঝে নিতে পারে।
যদিও তনুশ্রী প্রথমে অগ্নিহোত্রীর বিরুদ্ধে সরাসরি কোনও অভিযোগ আনেননি, তবে আইনজীবীর দাবি, পরিচালক নিজেই একটি ১০ পাতার আইনি নোটিশে ঘটনাটি স্বীকার করে নিয়েছেন, যেখানে তিনি লেখেন— “পরিচালকটি আমি নিজেই ছিলাম।” এই স্বীকারোক্তির ভিত্তিতে, তনুশ্রী ওশিওয়ারা থানায় লিখিত অভিযোগ দাখিল করে যৌন হেনস্তার মামলা করার জন্য পুলিশকে অনুরোধ জানান।
এর পাশাপাশি, তনুশ্রী বহু আগে থেকেই নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলে আসছেন। সেই অভিযোগ এখনও বহাল। দীর্ঘদিন আগের এই ঘটনাগুলি এখন আবার আলোচনায় উঠে এসেছে তনুশ্রীর নয়া আইনি পদক্ষেপের কারণে। তনুশ্রী এই মর্মে বলেন, “এ ধরনের ঘটনা ভারতে অনেক সময় গুরুত্ব পায় না। তবে আমি আশাবাদী যে বিচার পাব। যদিও এখনও জানি না, বিচারটা কেমন হবে। নিয়ম, আইন-কানুন সব সময় পাল্টে যায়। দুর্নীতিও আছে। তাই বিচার পেতে দেরি হয়।”
