ঐশ্বর্য্য রাই বচ্চন ও অভিষেক বচ্চন, গত কয়েকমাস ধরে জুটির অন্দরমহলেল নানা কাহিনি সোশ্যাল মিডিয়ায় জায়গা করে নিচ্ছে। যার কতটা সত্যি কতটা মিথ্যে, তা নিয়ে সংশয় বর্তমান। একের পর এক পোস্ট সোশ্যাল মিডিয়ায় যখন ভাইরাল হচ্ছে, তখন সত্যি কি বচ্চন পরিবারের অন্দরমহলে জায়গা করে নিচ্ছে ভাঙন? নাকি সবটাই মন গড়া? প্রশ্ন বর্তমান। আর এই প্রশ্নকে আরও উষ্কে দিয়ে গেল অনন্ত আম্বানির প্রিওয়েডিং অনুষ্ঠান। কারণ সেখানেই পরিবারের সকলের সঙ্গে দেখা মিলল ঐশ্বর্যের। বিশ্ব সুন্দরীকে নিয়ে যখন নানা জল্পনা জায়গা করে নিচ্ছিল নেটদুনিয়ায়, ঠিক তখনই প্রকাশ্যে আসতে দেখা যায় গোটা পরিবারকে একসঙ্গে। যখন ঐশ্বর্যের সঙ্গে তাঁর পরিবারের সমীকরণ কেমন, তা নিয়ে জল্পনা ছিল তুঙ্গে, তখন শোনা গিয়েছিল ননদ শ্বেতা বচ্চনের সঙ্গে নাকি ভাল নয় ঐশ্বর্যের সম্পর্ক। তাঁদের মধ্যে বিন্দুমাত্র বনিবনা নেই বলেই খবর।
সত্যি কি তাই? প্রশ্ন বর্তমান হলেও কোথাও গিয়ে যেন এবার উত্তর মিলল উল্টো। কারণ অনন্ত আম্বানির প্রিওয়েডিং-এ শ্বেতার সঙ্গে একই গাড়িতে উঠতে দেখা গেল ঐশ্বর্য রাই বচ্চনকে। গল্পও করতে দেখা গেল তাঁদের। একসঙ্গেই এসেছিলেন তাঁরা। ফলে বোঝাই যে যা রটেছে, তার অধিকাংশটাই ভুল। আবার অপর শ্রেণির মত, এই সম্পর্ক নাকি পুরোটাই লোক দেখানো। লৌকিকতার কথা মাথায় রেখেই নাকি এই সম্পর্ক। তা নিয়ে নানা জল্পনাও তুঙ্গে। তবে তাঁদের মধ্যে সম্পর্কের সমীকরণ যে স্বাভাবিক, তা একপ্রকার যেন স্পষ্ট হয়ে গেল। যদিও শ্বেতা ও ঐশ্বর্যের সম্পর্ক নিয়ে কখনও ঐশ্বর্যকে মুখ খুলতে দেখা যায়নি। বর্তমানে বচ্চন পরিবারের সঙ্গেই থাছেন তিনি। ঐশ্বর্যকে নিয়ে তাই এবার বিচ্ছেদ জল্পনায় খানিক বিরতি।