২৬ ফেব্রুয়ারির খবর। জানা যায়, বিয়ে করতে চলেছেন অনুপম রায়। বিয়ে করতে চলেছেন বাঙালি গায়িকা প্রশ্মিতা পালকে। এই খবর চাউর হওয়ার পর থেকে অনুপমের দ্বিতীয় স্ত্রী (প্রাক্তন) পিয়া চক্রবর্তীকে সোশ্য়াল মিডিয়ার ময়দানে নামানো হয়েছে। তাঁকে ঘিরেও নানা কথা শুরু হয়েছে। এ সবই দূর থেকে চুপচাপ সহ্য করেছেন। টু শব্দ করেননি পিয়া। কিন্তু এবার তিনি ফোঁস করেছেন। ভীষণ বিরক্ত হয়েছেন।
পিয়া একটি পোস্ট করেছিলেন রবিবার (০৩ মার্চ, ২০২৪)। সাধারণত, সপ্তাহান্তের এই দিনটা ছুটি থাকে অধিকাংশ কর্মজীবীদের। পিয়ারও থাকে। তবে এই দিন তিনি কাজ করেছেন। সমাজসেবী এবং মনোবিদ রত্নবালী রায়ের সঙ্গে ছবি পোস্ট করেন হাসি মুখে। ক্যাপশনে লিখেছিলেন, ‘ওয়ার্কিং সানডে’। সেই পোস্টের কমেন্ট বক্সে এক নেটিজ়েন মন্তব্য করেন। তিনি কোনও বাক্যই লেখেননি। অনুপম এবং প্রশ্মিতার সদ্য বিয়ে হওয়া ছবিটা পোস্ট করেছেন।
সেই ছবিটি দেখে আর চুপ থাকতে পারেননি পিয়া। ঝাঁঝিয়ে উঠে চাঁচাছোলা ভাষায় বলেছেন, “অতি দুর্লভ একটি ছবি পোস্ট করেছেন। না হলে এটি আর কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না। আপনার পুরস্কার প্রাপ্য।” পিয়ার এই সোজাসাপ্টা জবাবে সমর্থন করেছেন তাঁর ফ্রেন্ড লিস্টে থাকা অসংখ্য নেটিজ়েন। একজন লিখেছেন, “এটা আবার কেমন ধরনের অসভ্যতা।” অন্য একজন লিখেছেন, “দয়া করে ওদের, ওদের মতো থাকতে দিন। ওরা নিজেরা নিজেদের মতো গুছিয়ে নিয়েছেন। আপনিও নিজেদের নিজের মতো গুছিয়ে নিন। উফ…।”
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রনিক্স এবং টেলিকমিউনিকেশন পড়ার সময় অনুপমের সঙ্গে সম্পর্ক হয় তাঁর এক সহপাঠীর। তাঁকে বিয়ে করে বেঙ্গালুরুতে সংসার শুরু করেছিলেন অনুপম। সেই বিয়ে ভাঙার পর পিয়ার সঙ্গে সম্পর্ক হয়। ৭ বছর আগে বিয়ে করেন তাঁরা। সেই সংসারও ভাঙে। পিয়ার সঙ্গে সম্পর্ক তৈরি হয় অভিনেতা-পরিচালক-প্রযোজক পরমব্রত চট্টোপাধ্য়ায়ের। পিয়া পরব্রতকে বিয়ে বিয়ে করেছেন গত বছর শেষের দিকে, নভেম্বর মাসের ২৫ তারিখ। সেই সময় অনুপম রায় হয়ে ওঠেন সকলের করুণার পাত্র। TV9 বাংলাকে পিয়া সেই সময় জানিয়েছিলেন, “আমার এবং অনুপমের সম্পর্ক অতীতের। আমাদের সম্পর্কের সমীকরণ বদলে গেলেও, চিরকালই একে-অপরের শুভাকাঙ্খী থাকব আমরা।”