AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কান-এ চওড়া সিঁদুরে ঐশ্বর্য, অভিষেক বচ্চনের সঙ্গে বিয়ে ভাঙছে না!

কাট টু ২০২৫-এর কান আন্তর্জাতিক চলচ্চিত্র উত্‍সবের রেড কার্পেট। কান-এ একটা বিশেষ অ্যাসোসিয়েশনের জন্য রাই-সুন্দরীর বারবার ফিরে-ফিরে আসেন। 'দেবদাস' ছবির সময়ে সঞ্জয় লীলা বনশালী আর শাহরুখ খানের পাশে কান-এ দেখা গিয়েছিল ঐশ্বর্যকে। এবার মণীশ মালহোত্রার ডিজাইন করা শাড়ি আর গয়নায় ঝড় তুললেন ঐশ্বর্য। সবচেয়ে নজর কাড়ল তাঁর সিঁথির চওড়া সিঁদুর। মুখে কিছু না বলেও, ডিভোর্সের জল্পনা উড়িয়ে দিলেন, শুধু সিঁদুর পরে এসে দাঁড়িয়ে।

কান-এ চওড়া সিঁদুরে ঐশ্বর্য, অভিষেক বচ্চনের সঙ্গে বিয়ে ভাঙছে না!
| Edited By: | Updated on: May 22, 2025 | 8:21 AM
Share

গত পাঁচ বছরে মিস ওয়ার্ল্ড, নায়িকা ঐশ্বর্য রাই বচ্চন সবচেয়ে বেশি চর্চায় থেকেছেন বিয়ের কারণে। ইদানীং খুব কম ছবিতে দেখা যায় তাঁকে। তাই কাজের জন্য সেভাবে চর্চায় থাকেন না। অভিষেক বচ্চনের সঙ্গে তাঁর বিয়ে ভাঙছে, এমন জল্পনা বলিউডের সর্বত্র। শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে সম্পর্ক নাকি এতটাই খারাপ যে বচ্চন পরিবার থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নায়িকা, এমন কথা কান পাতলে শোনা যায় বলিউডে।

দেশের অন্যতম চর্চিত একটা বিয়েবাড়িতে পুরো বচ্চন পরিবার পৌঁছেছিল একসঙ্গে। আর ঐশ্বর্য পৌঁছেছিলেন আলাদা, শুধু মেয়ে আরাধ্যাকে সঙ্গে নিয়ে। সেই সময়ে অভিষেককে দেখা গিয়েছিল বচ্চন পরিবারের সঙ্গে। এতে বিচ্ছেদ-জল্পনা আরও জোরদার হয়। কিন্তু তারপর অন্য এক বিয়েবাড়িতে অভিষেক-ঐশ্বর্যকে একসঙ্গেই দেখা যায়। কিন্তু তাতেও ডিভোর্সের আশঙ্কা উড়িয়ে দেননি অনেকে। আর ঐশ্বর্য এই বিষয়ে একটা শব্দ উচ্চারণ করেননি এত দিন।

কাট টু ২০২৫-এর কান আন্তর্জাতিক চলচ্চিত্র উত্‍সবের রেড কার্পেট। কান-এ একটা বিশেষ অ্যাসোসিয়েশনের জন্য রাই-সুন্দরীর বারবার ফিরে-ফিরে আসেন। ‘দেবদাস’ ছবির সময়ে সঞ্জয় লীলা বনশালী আর শাহরুখ খানের পাশে কান-এ দেখা গিয়েছিল ঐশ্বর্যকে। এবার মণীশ মালহোত্রার ডিজাইন করা শাড়ি আর গয়নায় ঝড় তুললেন ঐশ্বর্য। সবচেয়ে নজর কাড়ল তাঁর সিঁথির চওড়া সিঁদুর। মুখে কিছু না বলেও, ডিভোর্সের জল্পনা উড়িয়ে দিলেন, শুধু সিঁদুর পরে এসে দাঁড়িয়ে।

লক্ষণীয় ভারত-পাকিস্তান যুদ্ধের আবহাওয়ায় ‘অপারেশন সিঁদুর’-এর সাফল্য নিয়ে গর্ব অনুভব করছেন দেশবাসীরা। ঐশ্বর্যর সাজে এমন সিঁদুরের ছোঁয়া বিশ্বের দরবারে ‘অপারেশন সিঁদুর’-এর সাফল্য উদযাপন করার মতো, তেমনও মনে করছেন অনুরাগীদের একাংশ। ভারত থেকে এবার যতজন নায়িকা কান-এ রেড কার্পেটে হাঁটলেন, সেখানে সবচেয়ে বেশি নজর কেড়েছেন ঐশ্বর্য রাই বচ্চন আর শর্মিলা ঠাকুর, তা নিয়ে সংশয় নেই।