‘প্রতিদিন অশান্তি’, অভিষেকের সঙ্গে সম্পর্ক কোথায় দাঁড়িয়ে? জানান ঐশ্বর্য

Dec 18, 2024 | 5:15 PM

Relationship Gossip: একটা সময় খোদ অভিষেক বচ্চনই জানিয়েছিলেন যতক্ষণ আঙুলে আংটি রয়েছে, ততক্ষণ কোনও প্রশ্ন নয়। তবে সেই আংটি সম্প্রতি দেখা যায় না তাঁর আঙুলে। ফলে চর্চা আরও তুঙ্গে।

প্রতিদিন অশান্তি, অভিষেকের সঙ্গে সম্পর্ক কোথায় দাঁড়িয়ে? জানান ঐশ্বর্য

Follow Us

বেশ কিছু মাস ধরে সোশ্যাল মিডিয়ায় একটাই জল্পনা সর্বাধিক জায়গা করে নিয়েছে, আর তা হল অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের মধ্যে বিচ্ছেদের খবর। একের পর এক তথ্য এই খবরকে কেন্দ্র করে নেটিজ়েনদের আলোচনায় জায়গা করে নিয়েছে, কখনও সামনে উঠে আসতে দেখা যায় তাঁরা একসঙ্গে থাকছেন না, কখনও আবার শোনা গিয়েছিল বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করেছেন তাঁরা, কখনও আবার সামনে আসে অভিষেকের বিয়ের আংটি খুলে ফেলা আঙুলের ছবি। একটা সময় খোদ অভিষেক বচ্চনই জানিয়েছিলেন যতক্ষণ আঙুলে আংটি রয়েছে, ততক্ষণ কোনও প্রশ্ন নয়। তবে সেই আংটি সম্প্রতি দেখা যায় না তাঁর আঙুলে। ফলে চর্চা আরও তুঙ্গে।

বর্তমানে ভক্তরা মুখিয়ে রয়েছেন জানার ইচ্ছায় ঠিক কেমন সম্পর্কে রয়েছেন তাঁরা। একবার নিজেই ঐশ্বর্য রাই বচ্চন এই প্রসঙ্গে মুখ খুলেছিলেন। আর বর্তমানে বিবাহ বিচ্ছেদ জল্পনার মাঝে ভাইরাল হল সেই পুরোনো মন্তব্য। ভোগ ইন্ডিয়া ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ঐশ্বর্যকে প্রশ্ন করা হয়েছিল, যে তাঁদের মধ্যে ‘ফাইট’ কতটা? উত্তরে ঐশ্বর্য বিন্দুমাত্র না ভেবে বলেছিলেন, ‘প্রতিদিন’। এরপর পাশে বসে থাকা অভিষেক বচ্চন স্পষ্ট করে দিয়েছিলেন যে, ”সে লড়াইয়ের অর্থ, এটা লড়াইয়ের থেকে অনেকাংশ বেশি অসম্মতি। লড়াই নয়। সেগুলো কোনওটাই গুরুতর নয়। এগুলো তো স্বাস্থ্যকর। নয়তো সম্পর্ক খুব একঘেয়ে হয়ে পড়ে।”

বর্তমানে সেই স্বাস্থ্য সম্পর্ক যে খুব একটা স্বাস্থ্যকর নেই, সে দাবি নিত্যদিন তুলে চলেছে নেটিজ়েনদের একাংশ। তবে সর্বত্র তাঁদের একসঙ্গে দেখা গেলেও, সেই সম্পর্কের সমীকরণ কোথাও যেন হারিয়ে গিয়েছে। একে অন্যের পাশে পাশে থাকা তো দূরের কথা, কোথাও কোথাও তাঁদের আলাদা গাড়িতেও যেতে দেখা যাচ্ছে। ফলে ভক্তমনে এখন এই জুটিকে নিয়ে প্রতিটা মুহূর্তে কৌতুহল তুঙ্গে।

Next Article