AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘এভাবে আর চলতে পারে না…’, কেন বললেন ঐশ্বর্য রাই বচ্চন?

ঐশ্বর্য রাই বচ্চন একটি নতুন বার্তা দিয়েছেন বিশ্বের উদ্দেশে, যা নিজের মূল্য বুঝে সোশ্যাল মিডিয়ার ট্রোলিং-এর কাছে হার না মানার বিষয়ে। একটা বিজ্ঞাপন সংস্থা, নতুন ভিডিও শেয়ার করেছে, যেখানে ব্র্যান্ডের দীর্ঘদিনের অ্যাম্বাসাডর ঐশ্বর্যকে দেখা গিয়েছে।

'এভাবে আর চলতে পারে না...', কেন বললেন ঐশ্বর্য রাই বচ্চন?
| Edited By: | Updated on: Aug 20, 2025 | 9:21 AM
Share

ঐশ্বর্য রাই বচ্চন একটি নতুন বার্তা দিয়েছেন বিশ্বের উদ্দেশে, যা নিজের মূল্য বুঝে সোশ্যাল মিডিয়ার ট্রোলিং-এর কাছে হার না মানার বিষয়ে। একটা বিজ্ঞাপন সংস্থা, নতুন ভিডিও শেয়ার করেছে, যেখানে ব্র্যান্ডের দীর্ঘদিনের অ্যাম্বাসাডর ঐশ্বর্যকে দেখা গিয়েছে।

ক্লিপটিতে, ঐশ্বরিয়া ব্র্যান্ডের বার্তা আজকের ডিজিটাল যুগে আত্ম-মূল্যবোধের থিমকে কেন্দ্র করে তৈরি হয়েছে। ভিডিওটিতে অভিনেত্রীকে উন্মুক্ত চুল ও সাদা শার্টে দারুণ আকর্ষণীয় লাগছিল। তিনি বলেন, “আমি এর যোগ্য, কিন্তু সেটা আসলে নির্ধারণ করে কী? পোস্ট করা ছবিগুলোর ধরন? লাইক-এর সংখ্যা? নাকি সোশ্যাল মিডিয়ার কমেন্টগুলো? আমরা এই জিনিসগুলোকেই এত ক্ষমতা দিয়ে দিয়েছি — নিজের মূল্য নির্ধারণের ক্ষমতা।” তিনি আরও শেয়ার করেন, “সোশ্যাল মিডিয়া আর সামাজিক চাপের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। একজন নারী ও একজন মা হিসেবে, এটা খুবই দুশ্চিন্তার বিষয় যে এগুলোর প্রভাব তরুণ মনগুলোতে কতটা পড়তে পারে। খোলাখুলি বললে, প্রভাবিত হবার মতো বড়রাও বাদ যায় না। যেখানে প্রতিটি লাইক আর কমেন্ট হয়ে ওঠে নিজের আত্ম-মূল্যের মানদণ্ড।”

তিনি আরও যোগ করেন, “এভাবে আর চলতে পারে না। আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আসুন, নিজের আত্ম-মূল্য অন্য কোথাও — বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় — খুঁজে বেড়ানো বন্ধ করি। একমাত্র লাইক যেটা গুরুত্বপূর্ণ, সেটা হলো যেটা আপনি নিজেকে দেন। আত্ম-মূল্য আমাদের ভেতরেই থাকে, তাই নিজের ভেতরেই খুঁজুন। আয়নায় নিজের দিকে তাকিয়ে বলুন, ‘আমি এর যোগ্য।’ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা বিশ্বাস করুন।”

নায়িকা বিজ্ঞাপনের কারণে এই কথাগুলো বললেও, তাঁর জীবন দিয়েই এগুলো অনুভব করেছেন বলে, মনে করছেন কিছু অনুরাগী। সোশ্যাল মিডিয়াতে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কম কাটাছেঁড়া হয়নি শেষ কয়েক বছর।