তাঁকে নিয়ে গান গাইছেন ঐশ্বর্যা! আনন্দে আত্মহারা সলমন, ‘আগের মতো…’

Apr 04, 2024 | 9:49 PM

Aishwarya Rai: প্রেমিকার মুখে ওই গান শুনে সলমনও হয়ে পড়েন আনন্দে আত্মহারা। লজ্জায় লাল হয়ে ওঠে তাঁর মুখ। এই ভিডিয়ো ভাইরাল হতেই মিশ্র প্রতিক্রিয়া ভক্ত মহলে। একজন লিখেছেন, "এতদিম হয়ে যাওয়ার পর কেন সব ঠিক হয় না?" আর একজন আবার ধার করেছনে কবিগুরুকে। তাঁর বক্তব্য, "রোজ কত কী ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা !"

তাঁকে নিয়ে গান গাইছেন ঐশ্বর্যা! আনন্দে আত্মহারা সলমন, আগের মতো...

Follow Us

 

সেই কোন যুগে বিচ্ছেদ হয়ে গিয়েছে তাঁদের। তবু আজও কথা বলেন না ঐশ্বর্যা রাই বচ্চন ও সলমন খান। একসঙ্গে আর ছবিও করেন না তাঁরা। তবে মাঝেমধ্যে তাঁদের ভাইরাল হওয়া পুরনো ভিডিয়ো নস্টালজিক করে তোলে ভক্তদের। মনে করিয়ে দেয়, ফেলে আসা সেই ৯০ দশকের কথা। এমনই এক ভিডিয়ো ভাইরাল হয়েছে সম্প্রতি। যে ভিডিয়োতে দেখা যাচ্ছে, ‘অউর প্যায়ার হো গয়া’ ছবি থেকে ‘মেরে সাসো মে বাসা’ গানটি গাইছেন ঐশ্বর্যা।

গানটি গাইতে গাইতেই একসময় লাজুক হাসতে শুরু করেন তিনি। এক নির্দিষ্ট দিকে তাকিয়েই শেষ করেন গান। যে দিকে তাকিয়ে ঐশ্বর্যা গান গাইছিলেন সেই দিকেই বসেছিলেন আরও এক মানুষ। তিনি আর কেউ নন, তাঁর তৎকালীন প্রেমিক সলমন খান। প্রেমিকার মুখে ওই গান শুনে সলমনও হয়ে পড়েন আনন্দে আত্মহারা। লজ্জায় লাল হয়ে ওঠে তাঁর মুখ। এই ভিডিয়ো ভাইরাল হতেই মিশ্র প্রতিক্রিয়া ভক্ত মহলে। একজন লিখেছেন, “এতদিম হয়ে যাওয়ার পর কেন সব ঠিক হয় না?” আর একজন আবার ধার করেছনে কবিগুরুকে। তাঁর বক্তব্য, “রোজ কত কী ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা !”

বিগত মাস কয়েক ধরেই  রটেছে কিছুই নাকি ভাল যাচ্ছে না বচ্চনদের পরিবারে। এও শোনা যাচ্ছে এই মুহূর্তে মেয়েকে নিয়ে আলাদা থাকছেন তিনি। যদিও এই নিয়ে মুখে কুলুপ এঁকেছেন বচ্চন পরিবার। আগামী দিনে কী হয়, জল কতটা গড়ায়, সেদিকে নজর সকালের।

Next Article