AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অজয়ের ফাজলামিতেই মরতে বসেছিল এই মেয়েটি, তারপরেও শুধরাননি কাজলের স্বামী

একটি সাক্ষাৎকারে অজয় একটি সেই ঘটনা শেয়ার করে নেন। তখন তিনি একজন সহ-অভিনেতার সঙ্গে সিনেমার শ্যুটিং করছিলেন। তাঁর নতুন বিয়ে হয়েছিল। তিনি মাঝে মাঝেই শ্যুটিং স্পটে স্বামীর সঙ্গে দেখা করতে আসতেন।

অজয়ের ফাজলামিতেই মরতে বসেছিল এই মেয়েটি, তারপরেও শুধরাননি কাজলের স্বামী
| Edited By: | Updated on: May 14, 2025 | 4:34 PM
Share

বলিউড সুপারস্টার অজয় দেবগনকে অনেকেই রিল ও রিয়েল লাইফ অ্যাংগরি ম্যান বলেই জানেন। কিন্তু জানেন কি, তিনি বাস্তব জীবনে তিনি দারুণ রসিক এবং প্র্যাঙ্ক করার জন্য বিশেষভাবে পরিচিত। সহ-অভিনেতা থেকে শুরু করে অভিনেত্রী— অনেকে তাঁর এই ঠাট্টা রসিকতার ফাঁদের শিকার হয়েছেন। তবে একবার তাঁর মজা এতটাই ভয়ংকর জায়গায় পৌঁছিয়ে যায়, যে এক মহিলা হাসপাতালে পর্যন্ত ভর্তি হয়ে যান।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে অজয় একটি সেই ঘটনা শেয়ার করে নেন। তখন তিনি একজন সহ-অভিনেতার সঙ্গে সিনেমার শ্যুটিং করছিলেন। তাঁর নতুন বিয়ে হয়েছিল। তিনি মাঝে মাঝেই শ্যুটিং স্পটে স্বামীর সঙ্গে দেখা করতে আসতেন।

অজয় মজা করে ওই মহিলাকে প্রতিদিন বোঝাতে থাকেন যে, তাঁর স্বামী রাতে অন্য কোথাও যান এবং পরকীয়ায় জড়িয়েছেন। যদিও মহিলা প্রথমে বিশ্বাস করতেন না এবং জানতেন অজয় সবসময় মজা করেন, তবুও আট দিন ধরে এই কথা শুনে শেষমেশ তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। অজয় বলেন, “আমরা রাতে শ্যুট করতাম। আর বলতাম, ওর স্বামী তো অন্য কোথাও চলে যায়, কোনও শ্যুটই হয় না। আমি তো ১০.৩০ টার মধ্যে ঘুমিয়ে পড়ি। মহিলা বলতেন, আমি তো জানি আপনি মজা করেন, আমি বিশ্বাস করি আমার স্বামীকে। কিন্তু ওই কথাগুলো আট দিন ধরে বলার পর ওর মনে সন্দেহ তৈরি হয়।”

৯ দিনের মাথায় সকালের খবর আসে— ওই মহিলা ঘুমের ওষুধ খেয়ে ফেলেছেন এবং তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আরও জানা যায়, তিনি স্বামীর সঙ্গে এই নিয়ে বহুবার ঝগড়াও করেছিলেন। এই ঘটনার পর অজয় নিজেও বেশ চমকে যান এবং বুঝতে পারেন, মজা কখনও কখনও কতটা বিপজ্জনক হয়ে উঠতে পারে। যদিও মজা করা, কিংবা প্র্যাঙ্ক করা মোটেও থামাননি অজয়। তবে মাত্রা বুঝে, মানুষ বুঝে, বন্ধু বুঝেই এই কাজ করে থাকেন তিনি। অজ্ঞাত কারও সঙ্গে সহজে খুব একটা জড়ান না নায়ক।