তিনি অ্যাকশন হিরো, তিনি অক্ষয় কুমার। বলিউডে পা রাখা মাত্রই যিনি তাঁর অ্যাকশনের দাপটে সকলের মন জয় করেছিলেন। সেই অক্ষয় কুমারই এবার চরম ট্রোল্ড। হলটা কি! বয়স পেড়িয়েছে ৫০-এর গণ্ডি। তবুও এখনও বলিউডে দাপটের সঙ্গে অ্যাকশন করে চলেছেন তিনি। তাঁর শেষ মুক্তি পাওয়া ছবি বড়ে মিঞা ছোটে মিঞায় তিনি টাইগার শ্রফের সঙ্গে পাল্লা দিয়ে পর্দায় ঝড় তুলেছেন। বয়স যতই হোক না কেন, অক্ষয় কুমার যেন আজও ফিট। কারণ একটাই, তিনি নিত্যদিন শরীরচর্চা করা থেকে শুরু করে নিয়ম মেনে ডায়েট করা, মদ্যপান-ধূমপান থেকে দূরে থাকা, এই সবই করে থাকেন। তবে সেই অক্ষয় কুমারই এবার হলেন চরম ট্রোল্ড। কারণ? পরিবেশ রক্ষার বার্তা দিতে গাছ পুঁততে দেখা তাঁকে। তাঁর সঙ্গে তাঁর টিম। সকলেই তাঁকে এই কাজে সহযোগিতা করেন। তবে সেখানেই গাছ পোঁতার পর তাতে জল ঢালতে গিয়ে ঘটল বিপত্তি। তিনি একবালতি জল তুলতে গিয়ে নাজেহাল? সঙ্গে সঙ্গে পাশ থেকে একজন হাত বাড়িয়ে তা ধরে নেয়।
আর এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই নানা জনের নানা মত প্রকাশ্যে আসতে দেখা যায়। কেউ লিখলেন, ‘অ্যাকশন হিরো একবালতি জল তুলতে পারছেন না?’ আবার কেউ লিখলেন, কেউ আবার লিখলেন, সবটাই লোক দেখানো, গাছ অন্য কেউ হয়তো লাগিয়েছেন। আবার কারও কথায়, এক বালতি জল তুলতে সাপোর্ট লাগছে? যদিও অক্ষয় ভক্তরা মোটেও ছেড়ে কথা বললেন না। ট্রোলারদের এক হাত নিয়ে তাঁরা সুর চড়ালেন, বললেন, একবালতি জল তুলতে অক্ষয়ের সাহায্য নিতে হচ্ছে? যদিও ভিডিয়ো ঘিরে নানাজনের নানা মত হলেও, অক্ষয়ের এই পদক্ষেপ সকলকে মুগ্ধ করল।