Exclusive: একের পর এক ফ্লপ, বছর শুরুতে কামব্যাকের প্রতিশ্রুতি অক্ষয়ের

Jan 05, 2025 | 6:53 PM

Akshay Kumar: কেরিয়ারের এই পর্যায় অক্ষয়ের জীবনে নতুন নয়। তিনি অতীতেও ফ্লপের মুখোমুখি হয়েছিলেন। আরও একবার সেই পরিস্থিতি। অ্যাকশন থেকে ফ্যামিলি ড্রামা, বিগত কয়েকটি ছবিতে সবই করে দেখেছেন আক্কি, তবে লাভের লাভ কিছুই হয়নি। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন বলিপাড়ার খিলাড়ি।

Exclusive: একের পর এক ফ্লপ, বছর শুরুতে কামব্যাকের প্রতিশ্রুতি অক্ষয়ের

Follow Us

সোনালী নায়ক

অক্ষয় কুমার, বলিউডের সুপারস্টার বিগত কয়েকবছরে সেভাবে সাফল্যের মুখ দেখেননি। যেখানে দাঁড়িয়ে বলিউডের একশ্রেণির ছবি ৫০০ কোটির গণ্ডি পেড়িয়ে যাচ্ছে, সেখানে অক্ষয় কুমারের ঘরে লক্ষ্মীলাভ নেই বললেই চলে। তবে কেরিয়ারের এই পর্যায় অক্ষয়ের জীবনে নতুন নয়। তিনি অতীতেও ফ্লপের মুখোমুখি হয়েছিলেন। আরও একবার সেই পরিস্থিতি। অ্যাকশন থেকে ফ্যামিলি ড্রামা, বিগত কয়েকটি ছবিতে সবই করে দেখেছেন আক্কি, তবে লাভের লাভ কিছুই হয়নি। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন বলিপাড়ার খিলাড়ি।

TV9 নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে বললেন, “আমি প্রতিনিয়ত অভিনয়কে রপ্ত করে চলেছি। প্রতিটা কাজ থেকে শিক্ষা নিচ্ছি, অভিজ্ঞতা সঞ্চয় করছি।” পাশাপাশি তিনি বলেন, “২০২৪-এ অনেক চ্যালেঞ্জ ছিল। তবে আমি স্থির করেছি আমি কামব্যাক করব, আরও ভাল গল্প নিয়ে, যা দর্শকদের কাছে ভীষণই প্রাসঙ্গিক হয়ে উঠবে। ‘স্কাই ফোর্স’ প্রজেক্টটি নিয়ে আমি ভীষণ প্যাশনেট। এটি আমাদের বায়ুসেনাদের সাহসিকতা এবং আত্মত্যাগের প্রতি শ্রদ্ধাঞ্জলি।”

কুমার প্রথমবার বায়ুসেনার ইউনিফর্ম পরার অভিজ্ঞতাও শেয়ার করে নেন এদিন। বলেন, “এই নায়কদের চরিত্র পর্দায় ফুটিয়ে তোলা এক বিশাল সৌভাগ্যের বিষয়।” প্রসঙ্গত ২০২৫ সালের শুরুতেই অক্ষয় কুমার দর্শক দরবারে হাজির করতে চলেছেন ‘স্কাই ফোর্স’ ছবি। হাল ছাড়তে নারাজ তিনি। দর্শকদের নজরে কামব্যাক করতে মরিয়া আক্কি। বরাবরই তিনি চেয়েছেন বক্স অফিসে বাজিমাত করতে। যদিও সময়ের সঙ্গে সঙ্গে পাল্টেছেন ছবির ঘরানা। পাল্টেছেন চিত্রনাট্যের নির্বাচন। অতীতে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, বর্তমানে এমন ছবি তিনি করতে চান, যার মধ্যে সামাজিক এক বার্তা থাকবে। দর্শকদের মনোরঞ্জনের পাশাপাশি যে ছবি নতুন কোনও বিষয় তাঁদের অবগত করবে। ২০২৫-এ তেমনই বেশ কিছু প্রজেক্ট নিজের তালিকায় রেখেছেন অক্ষয় কুমার। যার সূচনা হচ্ছে  ‘স্কাই ফোর্স’ ছবি দিয়ে। যা মুক্তি পেতে চলেছে ২৪ জানুয়ারি।

Next Article