‘হাউজফুল ফাইভ এ’ অ্যাডাল্ট ছবি? উত্তর দিলেন অক্ষয়-রীতেশ
এই সপ্তাহে মুক্তি পাবে 'হাউজফুল ফাইভ'। টিকিটের অগ্রিম বুকিং শুরু হয়ে গিয়েছে। টিকিট কাটতে গেলে দেখা যাচ্ছে, 'হাউজফুল ফাইভ এ' আর 'হাউজফুল ফাইভ বি', এরকম দু'টো ভাগ রয়েছে। অনেক দর্শক প্রশ্ন করেছেন, ''এ ভার্সানটা কি অ্যাডাল্ট কনটেন্ট? এটা কি বড়দের ছবি? নাকি পুরো পরিবারের সঙ্গে সেটা দেখা যাবে?''

এই সপ্তাহে মুক্তি পাবে ‘হাউজফুল ফাইভ’। টিকিটের অগ্রিম বুকিং শুরু হয়ে গিয়েছে। টিকিট কাটতে গেলে দেখা যাচ্ছে, ‘হাউজফুল ফাইভ এ’ আর ‘হাউজফুল ফাইভ বি’, এরকম দু’টো ভাগ রয়েছে। অনেক দর্শক প্রশ্ন করেছেন, ”এ ভার্সানটা কি অ্যাডাল্ট কনটেন্ট? এটা কি বড়দের ছবি? নাকি পুরো পরিবারের সঙ্গে সেটা দেখা যাবে?”
এবার অক্ষয় কুমার আর রীতেশ দেশমুখ খোলসা করলেন বিষয়টা। আর সেখানে বড় চমক রয়েছে দর্শকদের জন্য। অক্ষয় জানালেন, এ ছবিতে একরকম ক্লাইম্যাক্স আছে। একটা রহস্য সমাধানের শেষে কে খুনি সেটা ধরা পড়বে। এ ছবিতে খুনি কে সেটা জানতে পারা যাবে। আবার বি ছবিতেও খুনি কে সেটা জানতে পারা যাবে। তবে সেখানে ক্লাইম্যাক্স আলাদা। মানে হিন্দি ছবিতে দু’ রকম ক্লাইম্যাক্স করা হচ্ছে। অক্ষয়ের বক্তব্য, দর্শককে বেছে নিতে হবে, তাঁরা কোন ছবিটা দেখতে চান। আবার এমন হতে পারে, এ ভার্সান দেখার পর তাঁরা বি ভার্সান দেখলেন। তবে এ ভার্সান শুধু প্রাপ্তবয়স্কদের জন্য, এমন কোনও ব্যাপার নেই।
হিন্দি ছবিতে এটা নতুন ট্রেন্ড হতে পারে। একের বেশি ক্লাইম্যাক্স নিয়ে এভাবে সিনেমাহলে ছবি রিলিজ করার বিষয়টা খুব বেশি চোখে পড়ে না। দর্শকের এতে কোনও অসুবিধা হবে কিনা, সেটা অবশ্য জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
লক্ষণীয় ‘হাউজফুল’ বলিউডে অত্য়ন্ত সফল ফ্র্যাঞ্চাইজি, সেটা মনে করেন সিনেমা ব্যবসা বিশেষজ্ঞরা। অন্য ছবি তৃতীয় বা চতুর্থ ভাগ অবধি পৌঁছালেই, এই ছবিটি পঞ্চম ভাগ নিয়ে আসছে দর্শকের সামনে।
