বিয়ে করলেন পরিচালক আলি আব্বাস জাফর। সোশাল মিডিয়ায় নিজের বিয়ের ছবি পোস্টও করেছেন। কোনও জাঁকজমক নয়। খুবই ঘরোয়া ভাবে বিয়ে সারলেন তিনি।
‘টাইগার জিন্দা হ্যায়’, ‘সুলতান’, ‘ মেরে ব্রাদার কী দুলহন’–এর মত অনেক জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন আব্বাস। সলমন খান থেকে ক্যাটরিনা কাইফ,অনেকেই খুব কাছের মানুষ পরিচালকের। কিন্তু বলিউডের কাউকেই দেখা যায়নি বিয়েতে। এত চুপিসারে বিয়ে করলেন কেন আব্বাস? এমনকী সোশাল মিডিয়ায় নিজের স্ত্রী–এর নাম পর্যন্ত লেখেলনি! শুধু একটা ছবি পোস্ট করে লিখেছেন ‘বিসমিল্লা’!
আব্বাসকে সোশাল মিডিয়াতেই অভিনন্দন জনিয়েছেন বলিউডের অভিনেতা–অভিনেত্রীরা। ক্যাটরিনা কাইফ যেমন লিখেছেন ‘অভিনন্দন দু’জনকেই’। ক্যাটরিনার বোন ইসাবেলা কাইফও অভিনন্দন জানিয়েছেন। খুব শিগগিরি ইসাবেলা ডেবিউ করবেন বলিউডে।
আরও পড়ুন :রোহমানের জন্মদিন, কীভাবে সেলিব্রেট করছেন সুস্মিতা?
আপাতত আব্বাস ব্যস্ত ওয়েব সিরিজের কাজ নিয়ে। এই প্রথম ওটিটির জন্য কাজ করছেন আব্বাস। পরিচালকের একটি ছবি মুক্তির অপেক্ষায়। সইফ আলি খান, ডিম্পল কাপাডিয়া, সুনীল গ্রোভার ছবিটিতে অভিনয় করেছেন।