করণের ধর্ম প্রযোজনা সংস্থা কিনতে চলেছে রিলায়েন্স? হঠাৎ কী এমন ঘটল…

Oct 14, 2024 | 8:59 PM

Karan Johar: সদ্য ছড়িয়ে পড়া একটা খবর। ধর্ম প্রযোজা সংস্থার বেশ বড় অংশ কিনতে চলেছে নাকি রিলায়েন্স গ্রুপ। যদিও এই প্রসঙ্গে এখনও পর্যন্ত করণ কিংবা ধর্ম প্রযোজনা সংস্থার তরফ থেকে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। 

করণের ধর্ম প্রযোজনা সংস্থা কিনতে চলেছে রিলায়েন্স? হঠাৎ কী এমন ঘটল...

Follow Us

ধর্ম প্রযোজনা সংস্থা। বলিউডের অন্যতম প্রযোজনা সংস্থা যা দশকের পর দশক ধরে ইন্ডাস্ট্রিতে আধিপত্য জমিয়ে রখেছে। এবার সেই সংস্থা বিক্রি করে দিতে চলেছেন বর্তমান কর্ণধার করণ জোহর? যশ জোহরের হাত ধরে ১৯৭৯ সালে এই প্রযোজনা সংস্থার জন্ম। ২০০৪ সালে তাঁর মৃত্যুর পর সংস্থার ভার কাঁধে তুলে নিয়েছিলেন করণ জোহর। এবার সেই সংস্থার ভবিষ্যৎ কী? তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। কারণ একটাই, সদ্য ছড়িয়ে পড়া একটা খবর। ধর্ম প্রযোজা সংস্থার বেশ বড় অংশ কিনতে চলেছে নাকি রিলায়েন্স গ্রুপ। যদিও এই প্রসঙ্গে এখনও পর্যন্ত করণ কিংবা ধর্ম প্রযোজনা সংস্থার তরফ থেকে অফিসিয়ালি কিছু জানানো হয়নি।

শোনা যাচ্ছে, বেশ কিছুদিন ধরেই ধর্ম প্রযোজনা সংস্থার ওপর নজর রিলায়েন্সের। তারা এই সংস্থার একটি বড় অংশ নাকি কেনার পরিকল্পনা করছে। করণের প্রযোজনা সংস্থার আর্থিক সমস্যার কারণেই কি এই সিদ্ধান্ত! প্রশ্ন তুলছেন একশ্রেণি। রিলায়েন্স ইতিমধ্যেই জিও স্টুডিও, ভায়াকম ১৮ স্টুডিও, কলসিয়ম মিডিয়া ও বালাজি টেলিফিল্মের কিছু অংশের মালিক। এবার কি সেই তালিকাতে নাম লেখাতে চলেছে ধর্ম প্রযোজনা সংস্থা? তেমনই খবর ছড়িয়ে পড়েছে সর্বত্র। করণ জোহরকে দেখাও গিয়েছে নাকি রিলায়েন্সের অফিসে।

সম্প্রতি এই প্রযোজনা সংস্থার ছবি জিগরা মুক্তি পেয়েছে। যেখানে মুখ্যভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে আলিয়া ভাটকে। ছবির বক্স অফিস রিপোর্ট এখনও পর্যন্ত খুব একটা সুখকর নয়। ফলে অনেকেই অনুমান করছেন, করণের এই সিদ্ধান্তের পিছনে আর্থিক সঙ্কটের কারণই লুকিয়ে। তবে তিনি নাকি কিছু দিনের জন্য এই সিদ্ধান্ত নিতে চলেছেন, পরবর্তীতে তা ফিরিয়ে নিতেও পারেন বলে খবর।

Next Article