ফ্যানেদের বিদায় জানিয়ে সোশ্যাল ব্রেক নিলেন অভিনেতা অমিত সাধ

শুভঙ্কর চক্রবর্তী |

Feb 08, 2021 | 5:15 PM

পোস্টে অমিত লিখলেন, ‘এক সুরঙ্গের মধ্যে ঢুকছি মেরামতির জন্য...একে অপরের প্রতি ভাল সহমর্মী হন...সমব্যথী হন একে অপরের প্রতি...আর ইন্টারনেটে এত সময় নষ্ট করবেন না। আপনার চারপাশে একটা জীবন আছে। তার সুবাস নিন, সেটাকে জড়িয়ে ধরুন।’

ফ্যানেদের বিদায় জানিয়ে সোশ্যাল ব্রেক নিলেন অভিনেতা অমিত সাধ
অমিত সাধ।

Follow Us

সোশ্যাল ব্রেকে চলে গেলেন অভিনেতা অমিত সাধ। ইন্টারনেটের থেকে বিরতি নিচ্ছেন অভিনেতা। তা সাময়িক না চিরকালীন তা অবশ্য স্পষ্ট হয়নি।

 

আরও পড়ুন বর্ণবিদ্বেষের শিকার রেমো ডি’সুজাও, মুখ খুললেন কোরিওগ্রাফার

 

অমিত তাঁর ভক্তদের জানিয়ে দিলেন নিজেকে মেরামতির প্রস্তুতি নিচ্ছেন। পোস্টে অমিত লিখলেন, ‘এক সুরঙ্গের মধ্যে ঢুকছি মেরামতির জন্য…একে অপরের প্রতি ভাল সহমর্মী হন…সমব্যথী হন একে অপরের প্রতি…আর ইন্টারনেটে এত সময় নষ্ট করবেন না। আপনার চারপাশে একটা জীবন আছে। তার সুবাস নিন, সেটাকে জড়িয়ে ধরুন।’

 

 

 

গত কয়েক সপ্তাহ ধরে তিনি ‘জিত কি জ়িদ’ নামে এক ওয়েব সিরিজের শুটিং নিয়ে ব্যস্ত। স্পেশাল ফোর্সের একজন আঝিকারিকের চরিত্রে অভিনয় করছেন অমিত। শুটিং চলাকালীন অমিতের পিঠে মারাত্মকভাবে আঘাত লাগে। তিনি এও জানান প্রাণঘাতী বেশ কিছু স্টান্টও পারফর্ম করবেন তিনি।

 

 

অমিত সাধের পোস্টের নিচে তাঁর ফ্যানেরা কেউ হার্ট ইমোজি পোস্ট করছেন, তো কেউ লিখেছেন, ‘আমরা আপনাকে খুব মিস করব। ভাল থাকবেন।’ আরেক ফ্যান লিখলেন, ‘ভাল থাকবেন, স্যর’। ‘সোশ্যাল ব্রেক’ পোস্টের আগে অমিত আরেকটি ছবি পোস্ট করেন তাতে সূর্যাস্তে দাঁড়িয়ে অমিত।

 

Next Article