বচ্চন পরিবারের সমীকরণ কেমন? অবশেষে নাতনি আরাধ্যাকে নিয়ে মুখ খুললেন অমিতাভ
Amitabh-Aradhya: দর্শক আসনে মা-বাবা পাশাপাশি বসে, মঞ্চে পারফর্ম করছে আরাধ্যা। সেই ভিডিয়ো আগেই হয়েছিল ভাইরাল। এবার নাতনির পারফর্ম দেখে কলম ধরল দাদু অমিতাভ। বিগ বি, ঐশ্বর্য, অভিষেক কিংবা দর্শক আসবে বসে থাকা শাহরুখ খানের সামনে অভিনয় করাটা কি চারটিখানি কথা?
বচ্চন পরিবার এক ছাদের তলায়। বহুদিন ধরে এমনই দৃশ্যের সাক্ষী থাকতে চেয়েছিল সিনেপ্রেমীরা। পরিবারে ভাঙনের জল্পনার খবর ছড়িয়ে পড়তেই গত একবছর ধরে চিন্তার ভাঁজ পড়েছিল অনেকেরই কপালে। কেন একসঙ্গে দেখা যাচ্ছে না অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, অভিষেক বচ্চনের সঙ্গে আরাধ্যা-ঐশ্বর্যকে? উঠেছিল প্রশ্ন। তবে উত্তর দিল সময়। বরাবরই সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং কিংবা গসিপ এড়িয়ে চলতেই পছন্দ করে এই পরিবার। এই প্রসঙ্গে তাই মুখও খুলতে দেখা যায় না তাঁদের। তবে কাজেই মিলল প্রমাণ। ছোট্ট আরাধ্যার হাত ধরেই একসঙ্গে পরিবার। আরাধ্যার স্কুলের অনুষ্ঠানে হাজির হলেন অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, সঙ্গে ঐশ্বর্য রাই বচ্চন। দর্শক আসনে মা-বাবা পাশাপাশি বসে, মঞ্চে পারফর্ম করছে আরাধ্যা। সেই ভিডিয়ো আগেই হয়েছিল ভাইরাল। এবার নাতনির পারফর্ম দেখে কলম ধরল দাদু অমিতাভ। বিগ বি, ঐশ্বর্য, অভিষেক কিংবা দর্শক আসবে বসে থাকা শাহরুখ খানের সামনে অভিনয় করাটা কি চারটিখানি কথা?
তাই করে দেখাল আরাধ্যা। পরিবারের সকলের মুখে হাসি। আর নিজের ব্লগে আরাধ্যাসহ স্কুলের সকল শিশুদের নিয়ে অমিতাভ বচ্চন লিখলেন, “শিশুরা .. তাদের সারল্যতা নিয়ে অনুষ্ঠানে উপস্থিত মা-বাবার সামনে সেরাটা দেওয়ার আকাঙ্ক্ষায়। .. সত্যিই আনন্দের .. এবং যখন তারা হাজার হাজারের সঙ্গে আপনার জন্য পারফর্ম করছে .. এটি সবচেয়ে আনন্দদায়ক অভিজ্ঞতা .. আজ তেমনই একটা দিন ছিল ..শুভ রাত্রি ..”।
নাতনির সঙ্গে সম্প্রতিতে তাঁকে দেখা যায়নি, দেখা যায়নি ঐশ্বর্যের সঙ্গেও। তবে এবার আরাধ্যার স্কুলে তাঁর উপস্থিতি, ঐশ্বর্যের পাশে বসা, সবটাই দর্শক মনে স্বস্তি ফেরাল।