Jasprit Bumrah Record: ইতিহাসের সামনে জসপ্রীত বুমরা, প্রথম বোলার হিসেবে অনন্য কীর্তিতে চাই ১২!

Border-Gavaskar Trophy: তিন ফরম্যাটেই বিশ্বের সেরা পেসার জসপ্রীত বুমরা। এ বিষয়ে কোনও দ্বিমত নেই। ভারত এ বছরই টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। দ্বিতীয় বার টি-টোয়েন্টি বিশ্বসেরা হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন জসপ্রীত বুমরাই। বর্ডার-গাভাসকর ট্রফিতেও ভারতীয় বোলিংয়ের একমাত্র ভরসা হয়ে উঠেছেন জসপ্রীত বুমরা। ভারত-অস্ট্রেলিয়া সিরিজে অনন্য রেকর্ডের সামনে দাঁড়িয়ে ভারতের এই পেসার।

| Updated on: Dec 24, 2024 | 7:29 PM
তিন ফরম্যাটেই বিশ্বের সেরা পেসার জসপ্রীত বুমরা। এ বিষয়ে কোনও দ্বিমত নেই। ভারত এ বছরই টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। ছবি : PTI FILE

তিন ফরম্যাটেই বিশ্বের সেরা পেসার জসপ্রীত বুমরা। এ বিষয়ে কোনও দ্বিমত নেই। ভারত এ বছরই টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। ছবি : PTI FILE

1 / 8
দ্বিতীয় বার টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন জসপ্রীত বুমরাই। বর্ডার-গাভাসকর ট্রফিতেও ভারতীয় বোলিংয়ের একমাত্র ভরসা হয়ে উঠেছেন জসপ্রীত বুমরা। ছবি : PTI FILE

দ্বিতীয় বার টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন জসপ্রীত বুমরাই। বর্ডার-গাভাসকর ট্রফিতেও ভারতীয় বোলিংয়ের একমাত্র ভরসা হয়ে উঠেছেন জসপ্রীত বুমরা। ছবি : PTI FILE

2 / 8
ভারত-অস্ট্রেলিয়া সিরিজে অনন্য রেকর্ডের সামনে দাঁড়িয়ে ভারতের এই পেসার। পারথে প্রথম টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন। বোলিংয়েও অনবদ্য পারফরম্যান্সে ভারতকে জিতিয়েছেন। ছবি : PTI FILE

ভারত-অস্ট্রেলিয়া সিরিজে অনন্য রেকর্ডের সামনে দাঁড়িয়ে ভারতের এই পেসার। পারথে প্রথম টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন। বোলিংয়েও অনবদ্য পারফরম্যান্সে ভারতকে জিতিয়েছেন। ছবি : PTI FILE

3 / 8
অ্যাডিলেডে দ্বিতীয় টেস্ট ভারত হারলেও বোলিংয়ে মান রেখেছেন বুমরা। তেমনই ব্রিসবেন বোলিংয়ের পাশাপাশি বুমরার ব্যাটিংও ভরসা দিয়েছে। ম্যাচ ড্র হয়েছে। সিরিজও সমতায়। ছবি : PTI FILE

অ্যাডিলেডে দ্বিতীয় টেস্ট ভারত হারলেও বোলিংয়ে মান রেখেছেন বুমরা। তেমনই ব্রিসবেন বোলিংয়ের পাশাপাশি বুমরার ব্যাটিংও ভরসা দিয়েছে। ম্যাচ ড্র হয়েছে। সিরিজও সমতায়। ছবি : PTI FILE

4 / 8
চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে তিন ম্যাচে ইতিমধ্যেই বুমরা নিয়েছেন ২১টি উইকেট! আর এই সংখ্যাতেই প্রথম বোলার হিসেবে বড় রেকর্ডের সামনে। এর জন্য চাই আর ১২টি উইকেট। ছবি : PTI FILE

চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে তিন ম্যাচে ইতিমধ্যেই বুমরা নিয়েছেন ২১টি উইকেট! আর এই সংখ্যাতেই প্রথম বোলার হিসেবে বড় রেকর্ডের সামনে। এর জন্য চাই আর ১২টি উইকেট। ছবি : PTI FILE

5 / 8
ভারত-অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক সিরিজের এক সংস্করণে সবচেয়ে বেশি উইকেটের নজির রয়েছে হরভজন সিংয়ের। ভারতের এই প্রাক্তন অফস্পিনার ২০০১ সালের সিরিজে ঘরের মাঠে ৩২টি উইকেট নিয়েছিলেন। মেলবোর্ন ও সিডনি মিলিয়ে একডজন উইকেট নিলে বুমরার সংখ্যা দাঁড়াবে ৩৩। ছাপিয়ে যাবেন ভাজ্জিকে। ছবি : PTI FILE

ভারত-অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক সিরিজের এক সংস্করণে সবচেয়ে বেশি উইকেটের নজির রয়েছে হরভজন সিংয়ের। ভারতের এই প্রাক্তন অফস্পিনার ২০০১ সালের সিরিজে ঘরের মাঠে ৩২টি উইকেট নিয়েছিলেন। মেলবোর্ন ও সিডনি মিলিয়ে একডজন উইকেট নিলে বুমরার সংখ্যা দাঁড়াবে ৩৩। ছাপিয়ে যাবেন ভাজ্জিকে। ছবি : PTI FILE

6 / 8
বর্ডার-গাভাসকর ট্রফির এক সংস্করণে সবচেয়ে বেশি উইকেটের নিরিখে হরভজনের পর তালিকায় দ্বিতীয় স্থানে সদ্য অবসর নেওয়া রবিচন্দ্রন অশ্বিন। ২০১২-১৩ সিরিজে ২৯টি উইকেট নিয়েছিলেন অশ্বিন। ছবি : PTI FILE

বর্ডার-গাভাসকর ট্রফির এক সংস্করণে সবচেয়ে বেশি উইকেটের নিরিখে হরভজনের পর তালিকায় দ্বিতীয় স্থানে সদ্য অবসর নেওয়া রবিচন্দ্রন অশ্বিন। ২০১২-১৩ সিরিজে ২৯টি উইকেট নিয়েছিলেন অশ্বিন। ছবি : PTI FILE

7 / 8
তালিকায় তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন যথাক্রমে বেন হিলফেনাস ও কিংবদন্তি অনিল কুম্বলে। দু-জনের উইকেট সংখ্যাই অবশ্য ২৭। পাঁচ নম্বর জায়গাও অশ্বিনের দখলে (২৬)। যে ছন্দে রয়েছেন, বুমরা হয়তো মেলবোর্নের প্রথম ইনিংসেই ছাপিয়ে যেতে পারেন অশ্বিনকে। ছবি : PTI FILE

তালিকায় তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন যথাক্রমে বেন হিলফেনাস ও কিংবদন্তি অনিল কুম্বলে। দু-জনের উইকেট সংখ্যাই অবশ্য ২৭। পাঁচ নম্বর জায়গাও অশ্বিনের দখলে (২৬)। যে ছন্দে রয়েছেন, বুমরা হয়তো মেলবোর্নের প্রথম ইনিংসেই ছাপিয়ে যেতে পারেন অশ্বিনকে। ছবি : PTI FILE

8 / 8
Follow Us: