‘শারীরিক অবস্থা…অস্ত্রোপচার…আর লিখতে পারছি না’, অমিতাভ বচ্চনের ব্লগ নিয়ে জল্পনা তুঙ্গে

Sohini chakrabarty |

Feb 28, 2021 | 11:30 AM

অমিতাভের ব্লগ ভাইরাল হওয়ার পর থেকেই উদ্বিগ্ন রয়েছেন অভিনেতা গুণমুগ্ধরা। ঠিক কী হয়েছে অমিতাভের, তা প্রকাশ্যে না আসায় উদ্বেগ আরও বেড়েছে।

শারীরিক অবস্থা...অস্ত্রোপচার...আর লিখতে পারছি না, অমিতাভ বচ্চনের ব্লগ নিয়ে জল্পনা তুঙ্গে
ঠিক কী হয়েছে অমিতাভের? স্পষ্ট করে জানাননি অভিনেতা।

Follow Us

ভাল নেই অমিতাভ। ফের অস্ত্রোপচার হচ্ছে তাঁর। শারীরিক অবস্থা যে বিশেষ ভাল নেই, ব্লগে সেকথা নিজেই জানিয়েছেন বিগ বি। শনিবার নিজের ব্লগে অমিতাভ লিখেছেন, ‘মেডিক্যাল কন্ডিশন…সার্জারি…আর লিখতে পারছি না।’ যদিও অমিতাভ স্পষ্ট করে একথা জানাননি যে তাঁর অস্ত্রোপচার হয়ে গিয়েছে, নাকি হবে?

৭৮ বছর বয়স হয়েছে অভিনেতার। মাঝেমধ্যেই অসুস্থ হয়ে পড়েন তিনি। গতবছর তাঁর শরীরে থাবা বসিয়েছিল করোনাভাইরাসও। তবে তিনি বিগ বি। পর্দার ‘অ্যাংরি ইয়ং ম্যান’ যে বাস্তবেও কতটা দৃঢ় মানসিকতার, সেই পরিচয় বারবার দিয়েছে অভিনেতা। কোনও কিছুকেই তোয়াক্কা না করে ফিরে এসেছেন সুস্থ হয়ে। আর এর পিছনে রয়েছে বিগ বি’র লাখ লাখ অনুরাগীর ভালবাসা-শুভেচ্ছা-প্রার্থনা।

শনিবার লেখা অমিতাভের ব্লগ ভাইরাল হতেই তাই উদ্বিগ্ন রয়েছেন অভিনেতা গুণমুগ্ধরা। সকলেই তাঁর দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করছেন। ঠিক কী হয়েছে অমিতাভের, তা প্রকাশ্যে না আসায় উদ্বেগ আরও বেড়েছে।

প্রসঙ্গত, এর আগেও বহুবার অসুস্থ হয়েছেন অমিতাভ বচ্চন। বিভিন্ন সময়ে দেখা দিয়েছে নানা সমস্যা। ‘কুলি’ সিনেমার শুটিং সেটে চোট পাওয়ার পর থেকেই বারবার বিভিন্ন অসুখ বাসা বেঁধেছে বিগ বি’র শরীরে। তবে প্রতিবারই সব রোগকে হারিয়ে জয়ী হয়েছেন তিনি। ২০০০ সালে টিউবারকিউলোসিসের চিকিৎসা হয়েছিল অমিতাভের। ঘুণাক্ষরেও অভিনেতা টের পাননি যে, এরও আট বছর আগে থেকে তাঁর শরীরে ঢুকে পড়েছিল এই রোগ। গেপাটাইটিস বি-তেও আক্রান্ত হয়েছিলেন বিগ বি।

গতবছর এপ্রিল মাস নাগাদ নিজের ব্লগে বিগ বি লিখেছিলেন, ‘মনে হয় ক্রমশ অন্ধত্বের দিকে এগোচ্ছি। আজকাল সবকিছু ঝাপসা লাগে। মাঝে মাঝে ডবল ইমেজ তৈরি হয়। শরীরে হাজার সমস্যার সঙ্গে আরও একটা যুক্ত হল।’

Next Article