ডাক্তারদের ‘ধোঁকা’ দিলেন বিগ-বি!

Nov 03, 2020 | 12:46 PM

অথচ গোটা বিষয়ের ছিটেফোঁটাও টের পেলেন না ডাক্তার-নার্সরা।

ডাক্তারদের ধোঁকা দিলেন বিগ-বি!
অমিতাভ বচ্চন।

Follow Us

TV9 বাংলা ডিজিটাল

ডাক্তারদের ‘ধোঁকা’ দিলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)! কৌশলেই বাড়িয়ে নিলেন শরীরের অক্সিজেন লেভেল। অক্সিমিটারও কাউন্ট দেখাল স্বাভাবিক। অথচ গোটা বিষয়ের ছিটেফোঁটাও টের পেলেন না ডাক্তার-নার্সরা।
গত ১২ জুলাই করোনায় আক্রান্ত হয়ে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিগ-বি। খবর জানাজানি হতেই ঘুম উড়েছিল গোটা দেশের। (Covid-19)

আক্রান্ত হয়েছিলেন জয়া বচ্চন ছাড়া ঐশ্বর্যা-অভিষেক এবং তাঁদের একমাত্র মেয়ে আরাধ্যা। তবে আমআদমি থেকে সেলেবকুলের চিন্তা ছিল অমিতাভকে নিয়েই। একে বয়স হয়েছে, তার উপর আবার ‘মরার উপর খাঁড়ার ঘা’ কোমরবিডিটি। যদিও সমস্ত প্রতিকূলতা কাটিয়ে সুস্থ হয়ে ফিরে এসেছিলেন ৭৮ বছরের সুপারস্টার।

তবে হাসপাতালে থাকাকালীন নাকি বিশেষ ‘ট্রিক’-এ ডাক্তারদের রীতিমত বেকুব বানিয়ে দিয়েছিলেন অমিতাভ, সে কথাই সম্প্রতি কেবিসি’র মঞ্চে শেয়ার করেছেন ওই বর্ষীয়ান অভিনেতা।
ওই মঞ্চে অর্পণা ব্যাস নামে এক প্রতিযোগী, যিনি পেশায় শিক্ষক, অমিতাভকে জানান, তিনি যখনই অক্সিজেন পরিমাপ করেন মাত্রা ৯৫/৯৬-র বেশি ওঠে না।

আর এর পরিপ্রেক্ষিতেই অমিতাভের বক্তব্য, “প্রতি দু’ঘণ্টা অন্তর শরীরে অক্সিজেনের মাত্রা পরিমাপ করা হত। ডাক্তাররা বলেছিলেন যে করেই হোক ৯৮-এর কমে অক্সিজেন যাতে না নামে। কিন্তু আমার ক্ষেত্রে তা ঘোরাফেরা করত ওই ৯২/৯৩-র আশেপাশেই। কম হলেই চলত ওষুধ।” এ থেকে মুক্তি পেতেই নিজে নিজেই এক ‘পন্থা’ বের করেছিলেন তিনি। যখনই তাঁর অক্সিজেন মাপা হত তখনই তিনি বড় বড় শ্বাস নিয়ে আস্তে আস্তে ছাড়তেন। ফলত সাময়িক ভাবে তাঁর অক্সিজেনের মাত্রা স্বাভাবিক দেখাত। ডাক্তাররাও কিছু ঠাওর করতে পারতেন না। খেতে হত না ওষুধও।
একেই কি বলে ‘বুড়ো হাড়ের ভেলকি’?