কার কাছে বেধড়ক মার খেলেন বিগ বি?

শুভঙ্কর চক্রবর্তী | Edited By: অমর্ত্য মুখোপাধ্য়ায়

Dec 21, 2020 | 3:52 PM

অমিতাভ বচ্চনের বাবা ছিলেন কবি হরিবংশ রাই বচ্চন এবং মা ছিলেন তেজি বচ্চন। শেরউড কলেজ (নৈনিতাল) ও কিরোরি মাল কলেজ এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ে অমিতাভ বচ্চন পড়াশোনা করেন।

কার কাছে বেধড়ক মার খেলেন বিগ বি?
অমিতাভ বচ্চন।

Follow Us

তিনি ‘দ্য লিভিং লেডেন্ড’! বিগ বি। তবে আজকের অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) কিন্তু ছোটবেলায় আমার-আপনার মতো দুষ্টুই ছিলেন।

আপনি কি জানেন মিথ্যে বলার জন্য বিগ বি স্কুলের প্রধান অধ্য়ক্ষের কাছে প্রহৃত হন?

ছোটবেলায় এক দুষ্টুমির স্মৃতি ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সেটে দর্শকের সঙ্গে ভাগ করে নিলেন বিগ বি।

স্কুলে পড়াকালীন তিনি এবং তাঁর কিছু বন্ধুকে একটি সাপকে তাড়া করেছিল। পরে সেই সাপটিকে রাস্তার উল্টোদিকে থাকা শিকারি মেরে ফেলেন। বিগ বি বলেন, “আমরা মনে করি একটি সাপকে মেরে মানে বিশাল বড়সড় কিছু ব্যাপার। তাই আমরা বন্ধুরা সাপটিকে হকি স্টিকে নিয়ে সারা স্কুল প্যারেড করি। সবাইকে বলতে থাকি যে আমরাই ওটাকে মেরেছি।”
ঠিক এমন সময়ে ছত্রভঙ্গ করেন তাঁর স্কুলের প্রিন্সিপাল। বচ্চন বলেন, “আমাদের স্কুলের প্রিন্সিপাল ছিল একেবারে সাহেব। আর স্কুলের মধ্যেও সাহেবিয়ানার ব্যাপার ছিল। স্যরের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল সত্যি কথা বলা। তিনি আমাদের (অমিতাভ এবং তাঁর বন্ধুদের) জিজ্ঞেস করেন, যে আমরা কি আমাদের ভুল বুঝতে পেরেছি? আমরা মাথা নেড়ে বুঝিয়ে দিই না পারিনি। এবং তারপর উনি আমাদের বলেন. ‘আমি এবার তোমাকে ছ’টুকরো করব।‘”

 

আরও পড়ুন লাইট ক্যামেরা অ্যাকশন: কলকাতায় শুরু হল মাদার টেরিজার বায়োপিক

 

এখানেই অমিতাভ থামেননি। প্রহৃত হওয়ার গোটা ঘটনার বিবরণও দিয়েছেন তিনি।
“স্কুলে একটা গ্যারেজ ছিল। আর সেখানে ছাত্রদের পেটানোর জন্য তেলে চোবানো লাঠি রাখা থাকত। শাস্তিস্বরূরপ তা যথা সময়ে ব্যবহার হত। আমাদের বলা হল গ্যারেজে রাখা ঠেলাগাড়িটির সামনে ঝুঁকতে, এবং তারপর বেধড়ক মার খেয়েছিলাম। সেটা এতটাই বেদনাদায়ক ছিল, যে আমাদের হাওয়া বেরিয়ে গিয়েছিল।” বলেন অমিতাভ।

তবে সবচেয়ে মজাদার যে বিষয় ছিল তা হল, মার খাওয়ার শেষে অমিতাভ বচ্চন এবং তাঁর বন্ধুদের ‘ধন্যবাদ , স্যর’ বলতেও হয়েছিল।

অমিতাভ বচ্চনের বাবা ছিলেন কবি হরিবংশ রাই বচ্চন এবং মা ছিলেন তেজি বচ্চন। শেরউড কলেজ (নৈনিতাল) ও কিরোরি মাল কলেজ এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ে অমিতাভ বচ্চন পড়াশোনা করেন।

Next Article