অম্বানিদের বাড়িতে বিয়ের অনুষ্ঠান– যেমন তেমন ভাবে যে সাড়া হবে না তা তো বলাই বাহুল্য। প্রি-ওয়েডিংয়েই ধামাল দেখিয়ে দিয়েছিল অম্বানি পরিবার। অনন্ত ও রাধিকার বিয়েতে যে ঠিক কী হতে চলেছে তা নিয়ে এতদিন ধরে চলছিল নানা জল্পনা। অবশেষে সামনে এল একগুচ্ছ তথ্য। তার মধ্যে একটি হল, হাইবাজেট এই বিয়েতে আজ অর্থাৎ শুক্রবারই গান গাইতে চলেছেন হলিউডের পপ তারকা জাস্টিন বিবার। অতদূর থেকে উড়ে এসে ভারতে অনুষ্ঠান– অল্প টাকায় যে কাজ সারা হবে না সে আন্দাজ করাই যায়। তবে শুনলে চমকে যাবেন, অম্বানির ছেলের বিয়েতে গাইয়ে রিহানার থেকেও বেশি টাকা নিচ্ছেন জাস্টিন বিবার! অঙ্কটা শুনলে মাথা ঘুরে যেতে পারে আপনার।
টাইমস নাও-এর এক প্রতিবেদন জানাচ্ছে, অম্বানিদের পরিবারে গান গাইতে জাস্টিন নিচ্ছেন ১০ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যা দাঁড়াচ্ছে প্রায় ৮৩ কোটি টাকা। অম্বানিদের প্রাকবিবাহ অনুষ্ঠানে পারফর্ম করেছিলেন রিহানা। সে সময় তিনি নিয়েছিলেন প্রায় ৭৪ কোটি টাকা। এর পর দ্বিতীয় প্রাক বিবাহ অনুষ্ঠানে ইতালির ক্রুজে পারফর্ম করেছিলেন দ্য ব্যাকস্ট্রিট বয়েজ, পিটবুল ও একনসহ নামীদামি আন্তর্জাতিক শিল্পী। তিবে এঁরা কেউই এত পারিশ্রমিক নেননি। জাস্টিন যেন ছাপিয়ে গিয়েছে সব কিছুকেই।
আগামী ১২ তারিখ বিয়ে করছেন অম্বানিদের ছোটপুত্র অনন্ত। পাত্রী রাধিকা তাঁর ছোটবেলার প্রেমিকা। ১৪ তারিখ অনুষ্ঠিত হবে রিসেপশন। বলিউড তো বটেই হাজির থাকবেন আন্তর্জাতিক স্তরের অতিথিরাও।