‘এখন সিরিয়ালের বিষয় খুব…’, কেন ছোট পর্দায় ফিরতে চান না অনন্যা?

Bhaswati Ghosh | Edited By: উত্‍সা হাজরা

Jan 23, 2025 | 9:11 PM

২০১২ সালের জুন মাসে শেষ হয়েছিল 'সুবর্ণলতা' সিরিয়াল। তার পর আর তাঁকে সেভাবে ছোট পর্দায় দেখেননি দর্শক। তাঁকে যে খুব ঘন ঘন বড় পর্দাতেও দেখা যায় তেমনটাও নয়। তিনি নিজের মতো কাজ করতে ভালবাসেন। স্পষ্ট বক্তা হিসাবেও তাঁকে তকমা দিয়েছেন অনেকে।

এখন সিরিয়ালের বিষয় খুব..., কেন ছোট পর্দায় ফিরতে চান না অনন্যা?

Follow Us

২০১২ সালের জুন মাসে শেষ হয়েছিল ‘সুবর্ণলতা’ সিরিয়াল। তার পর আর তাঁকে সেভাবে ছোট পর্দায় দেখেননি দর্শক। তাঁকে যে খুব ঘন ঘন বড় পর্দাতেও দেখা যায় তেমনটাও নয়। তিনি নিজের মতো কাজ করতে ভালবাসেন। স্পষ্ট বক্তা হিসাবেও তাঁকে তকমা দিয়েছেন অনেকে। কথা হচ্ছে টলিউড অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়ের। নায়িকার ঝুলিতে একের পর এক হিট কাজ। ২৩ জানুয়ারি মুক্তি পেল নায়িকার নতুন ছবি ‘সত্যি বলে সত্যি কিছু নেই’। বহু বছর হল নিজেকে ছোট পর্দা থেকে সরিয়ে এনেছেন তিনি। আর কী তাঁকে দেখা যাবে না ছোটপর্দায়? অনন্যাকে শেষ বার দর্শক দেখেছিলেন ‘জয়কালী কলকাত্তাওয়ালি’ সিরিয়ালে। কেন ছোট পর্দা থেকে দূরে অনন্যা? TV9 বাংলাকে স্পষ্ট জানিয়ে দিলেন নায়িকা।

অভিনেত্রী বলেন, “সিরিয়ালের কনটেন্ট এখন অনেকটাই রিগ্রেসিভ হয়ে গিয়েছে। যদিও তা বলে কি সিরিয়াল চলছে না? টিআরপি আসছে। এত মানুষ দেখছেন। কিন্তু আমরা যখন সিরিয়ালে অভিনয় করেছি তখনও অনেক প্রগতিশীল বিষয়বস্তু নিয়ে আমরা কাজ করেছি। আমি আর পিছিয়ে যেতে চাই না। আবার পিছিয়ে যেতে চাই না। আবারও যদি সুবর্ণলতার মতো কাজ হয় মানে যখন ওই কনটেন্ট দর্শক দেখেছিলেন তখন কিন্তু সুবর্ণলতার মতো কাজ হচ্ছিল না চারিদিকে। তেমন কিছু হলে আমি অবশ্যই করব।”

তবে একেবারে যে করবেন না, তা স্পষ্ট করে বলে দেননি মোটেও। বরং তিনি খুব যত্নের সঙ্গে বুঝিয়ে দিয়েছেন, বিষয়, চরিত্র, প্লট যদি তাঁর পছন্দ হয়, তাঁর জ্যঁরের মতো হয়, তবে তিনি নিঃসন্দেহে সেই কাজ গ্রহণ করবেন। ছোটপর্দা থেকে মুখ ফিরিয়েছেন তিনি এমনটা নয়। তবে যে ধরনের কাজ সম্প্রতিতে হচ্ছে, তা খুব একটা যেন মনে ধরছে না নায়িকার তা স্পষ্ট করে দিয়েছেন। যদিও দর্শকদের নিরাশ করেননি। জানিয়েছেন, ‘তেমন কিছু হলে অবশ্যই করব’।

Next Article