Kanchan Controversy: ‘একা হয়ে যাবেন একদিন’, কাঞ্চনকে সাবধান করলেন অনন্যা, বললেন…

Sep 02, 2024 | 3:06 PM

Ananya Chatterjee: সরকারি পুরস্কার গ্রহণ করবেন কি না, সেই প্রশ্নও তুলেছেন তিনি। যে চিকিৎসকরা প্রায় এক মাস ধরে বিচার আর নিরাপত্তার দাবিতে আন্দোলন করছেন, তাঁদের উদ্দেশে কাঞ্চন বলেছেন, ‘এমন কোনও কাজ আপনাদের করা উচিত নয় যে ডাক্তার ভগবান বলতে দু’বার ভাবেন।’

Kanchan Controversy: একা হয়ে যাবেন একদিন, কাঞ্চনকে সাবধান করলেন অনন্যা, বললেন...

Follow Us

গত কয়েকঘণ্টায় সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়েছে কাঞ্চন মল্লিকের করা এক মন্তব্যকে ঘিরে। যেখানে অভিনেতা-তথা বিধায়ক সংবাদ মাধ্যমকে বলেন, “যাঁরা কর্মবিরতি করছেন শাসকদলের বিরুদ্ধে। ভাল। তাঁরা সরকারি বেতন নিচ্ছেন তো নাকি নিচ্ছেন না? এটা আমার প্রশ্ন। বোনাস নেবেন তো? না নেবেন না?” সরকারি পুরস্কার গ্রহণ করবেন কি না, সেই প্রশ্নও তুলেছেন তিনি। যে চিকিৎসকরা প্রায় এক মাস ধরে বিচার আর নিরাপত্তার দাবিতে আন্দোলন করছেন, তাঁদের উদ্দেশে কাঞ্চন বলেছেন, ‘এমন কোনও কাজ আপনাদের করা উচিত নয় যে ডাক্তার ভগবান বলতে দু’বার ভাবেন।’

এরপরই সোশ্যাল মিডিয়ায় রে-রে করে ওঠেন সকলে। কাঞ্চনকে উদ্দেশ্য করে ক্ষোভ উগরে দেন তাঁর ইন্ডাস্ট্রির সহকর্মীরাও। সোশ্যাল মিডিয়ায় তাঁকে সাবধান করে অনন্যা চট্টোপাধ্যায় লেখেন, ‘কাঞ্চন মল্লিক, আপনি এই কথাগুলো বলতে পারলেন? একবার নিজের কথাগুলো কানে শুনেছেন? শুনে কি লজ্জা পেয়েছেন? আপনারা জনগণের অভিভাবক। আপনাদের ওপর থেকে মানুষের বিশ্বাস ভরসা সরে যেতে দেবেন না এইভাবে। একা হয়ে যাবেন একদিন। চারিদিকে তাকিয়ে কাউকে দেখতে পাবেন না। দায়িত্ব নিয়ে কথা বলুন। পার্টি (রাজনীতি) করলেই সবাই খারাপ মানুষ হয়ে যায় না। এই বিশ্বাসের জন্মদিন। আপনি জননেতা।’

পাশাপাশি অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় সরাসরি কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে মুখ খুলেছেন। সহকর্মী তথা বন্ধু কাঞ্চনকে তিনি লিখেছেন, “অনুপ্রেরণার লকালে চোখ, কান, মাথা, মনুষ্যত্ব, বুদ্ধি-বিবেচনা, সব ঢুকিয়ে রেখে চাবিটা হারিয়ে ফেলেছিস। খুঁজে ফেলে খবর দিস।” অভিনেত্রী বলেন, “অনেকদিন ধরে একসঙ্গে অভিনয় করেছি। ওকে আমার জীবন থেকে ত্যাগ করলাম। শুভবুদ্ধি ফিরে পাক। চাবিটা খুঁজে ফেলে আবার যোগাযোগ করব।” সোশ্যাল মিডিয়ায় কাঞ্চনের বিরুদ্ধে সরব হয়েছেন আর এক অভিনেত্রী বিদিপ্তা চক্রবর্তী। যদিও এই মর্মে এখনও মুখ খোলেননি কাঞ্চন মল্লিক।

Next Article