ক্যানসারে আক্রান্ত কিরণ খের। তাঁকে নিয়ে উদ্বেগ ভক্তদের। কেমন আছেন তিনি? জানালেন স্বামী অনুপম।
ইনস্টাগ্রামে এক লাইভ সেশনের মধ্য দিকে অনুপম জানান, আগের থেকে অনেকটাও ভাল আছেন কিরণ। কিন্তু সমস্যা রয়েছে একটাই। কিরণের কথায়, “কিরণ সুস্থ হচ্ছে ধীরে ধীরে। কিন্তু মাইলোমার জন্য ও যে ওষুধ খাচ্ছে তাঁর অনেক পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে।” কিরণের শুভাকাঙ্ক্ষীদের প্রতি তাঁর বার্তা, “যদি আপনাদের ভালবাসা ওঁর সঙ্গে থাকে তবে দ্রুত সুস্থ হয়ে উঠবে ও।”
কিরণ অভিনেত্রী হওয়ার পাশাপাশি বিজেপির চন্ডীগড়ের সাংসদ। নিজের কেন্দ্রে বিগত বেশ কয়েক মাস ধরেই কিরণের অনুপস্থিতি চোখে পড়েছিল বিরোধীদের। সে নিয়ে নানা কথা বার্তাও হয়। এর পরেই এক সাংবাদিক সম্মেলনে চন্ডীগড়ের ভারতীয় জনতা পার্টির প্রেসিডেন্ট অরুণ সুদ প্রথম প্রকাশ্যে আনেন কিরণের ক্যানসার আক্রান্ত হওয়ার খবর।
আরও পড়ুন-গুরুতর অসুস্থ অনামিকা সাহা, চলছে অক্সিজেন, ফুসফুসেও ছড়িয়েছে সংক্রমণ
পয়লা এপ্রিল স্ত্রীর ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর জানান অনুপমও। অনুপম লেখেন, “সবাইকে জানাতে চাইছি কিরণ মায়ালোমা, এক ধরণের ব্লাড ক্যানসারে আক্রান্ত। বর্তমানে ওর চিকিৎসা চলছে। কিরণ সারা জীবনই যুদ্ধ করেছে, তাই আমরা নিশ্চিত আগের থেকেও আরও বেশি শক্তি নিয়ে ও ফিরে আসবে। অত্যন্ত অভিজ্ঞ চিকিৎসকদের হাতে তাঁর চিকিৎসা চলছে সে জন্য আমরা কৃতজ্ঞ।” কিরণ দ্রুত সুস্থ হয়ে উঠুন– সহকর্মী থেকে সাধারণ, সবার এখন একটাই প্রার্থনা।