কঠিন পরিস্থিতিতে দেশ ছাড়ার সিদ্ধান্ত! কী বললেন অনুপম?
দেশপ্রেমের অনুভূতি প্রকাশ করতে গিয়ে অনুপম বলেন, “আমরা কিছু বীর সেনাকে সম্প্রতি হারিয়েছি। তাঁদের পরিবারের কষ্টের কথা ভাবলে আমার ব্যক্তিগত কষ্ট খুব ছোট মনে হয়।” তিনি আরও বলেন...

পেহলগাঁও-তে জঙ্গি হামলার পর থেকেই গোটা দেশের পরিস্থিতি থমথমে। ভারত-পাক উত্তেজনা বাড়ছে প্রতিদিন। এই আবহেই দেশ ছাড়ার সিদ্ধান্ত নিলেন বর্ষীয়ান অভিনেতা অনুপম খের! তবে যাওয়ার আগে দেশের মানুষের উদ্দেশে এক ভিডিয়ো বার্তা দিয়ে গেলেন তিনি। ইতিমধ্যেই তা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রায় ৯ মিনিটের সেই ভিডিয়োয় অনুপম বলেন, “যখন মন খারাপ হয়, আমি ভাবি আমি কোথা থেকে শুরু করেছিলাম আর এখন কোথায় দাঁড়িয়ে আছি। এতে আমি মানসিক শক্তি পাই। আমার জন্ম ১৯৫৫ সালের ৭ মার্চ। ভারতের জন্ম ১৯৪৭ সালের ১৫ অগস্ট। আমরা যেন ভাইবোনের মতো। আমার দেশের সঙ্গেই আমার জীবন জড়িয়ে।” ভিডিয়োর ক্যাপশনে তিনি লেখেন, “দেশই একমাত্র মানসিক শক্তি জোগাতে পারে। মন খারাপ ছিল, তাই ভাবলাম আপনাদের সঙ্গে কিছু মনের কথা ভাগ করে নিই। ভাবিনি ভিডিয়োটা এত বড় হয়ে যাবে।”
দেশপ্রেমের অনুভূতি প্রকাশ করতে গিয়ে অনুপম বলেন, “আমরা কিছু বীর সেনাকে সম্প্রতি হারিয়েছি। তাঁদের পরিবারের কষ্টের কথা ভাবলে আমার ব্যক্তিগত কষ্ট খুব ছোট মনে হয়।” তিনি আরও বলেন, হয়তো বয়সের কারণে এখন একটু বেশি আবেগপ্রবণ হয়ে পড়েন, কিন্তু দেশের প্রতি তাঁর ভালবাসা কোনওদিনই কমেনি। তবে অনুপম যাচ্ছেন কোথায়? ১৩ মে ফ্রান্সে শুরু হওয়া কান চলচ্চিত্র উৎসবে অংশ নিতে তিনি যাচ্ছেন অভিনেতা।
