বলিউডে খুব কম অভিনেতা রয়েছেন যাঁরা নিজেদের টেকো মাথাকে ‘ফ্লন্ট’ করেন। তাঁদের মধ্যে অন্যতম বর্ষীয়ান অভিনেতা অনুপম খের। টাকের ব্যাপারে তাঁকে ‘টক্কর’ দিতে পারে খুব কমজন। আর এ বার আরও এক ধাপ এগিয়ে গেলেন অনুপম। গোটা একটা গান বেঁধে ফেললেন অনুপম খের। তাও আবার শুধুমাত্র টেকোদের জন্য!
আরও পড়ুন ‘চুলই নারীর সৌন্দর্য, আর নয়’, প্রমাণ করলেন ঐন্দ্রিলা, শুরু হল দ্বিতীয় কেমো
চল্লিশ বছর আগে মুম্বইয়ে আসেন অনুপম। শুরু হয় স্ট্রাগল। ঠিক সেই সময় গানটি লেখেন অনুপম।
অনুপম তাঁর টুইটারে হ্যান্ডেলে ভিডিয়োটি শেয়ার করে, হিন্দিতে লেখেন, ‘বিশ্বের সমস্ত টেকো মানুষদের উৎসর্গ করে এ গান। ৪০ বছর আগে যখন ফিল্মে আমি আমার লাক ট্রাই করতে আসি, চুল পড়ে যাচ্ছিল, বিচ্ছির অবস্থা। লোকজন বলতে শুরু করল এটাই আমার ভাগ্য, আর আমি বললাম এটাই আমার বিশেষত্ব। তাই আমি নিজেকে এবং বিশ্বকে হাসাতে টেকো লোকদের নিয়ে এ গান লিখেছিলাম।’
दुनिया भर के गंजों को समर्पित..
आज से 40 साल पहले जब मैं मुंबई फ़िल्मों में अपनी क़िस्मत आज़माने आया था तो मेरे बाल झड़ रहे थे और अस्त व्यस्त थे।लोग इसे मेरी क़िस्मत कहते थे और मैं इसे अपनी खासियत कहता था।ऐसे में मैंने ख़ुद को और ज़माने को हंसाने के लिए गंजो पर ये गाना लिखा।?? pic.twitter.com/EP3aUcWfmH— Anupam Kher (@AnupamPKher) March 19, 2021
ভিডিয়োর শুরুতে দেখা যায় অনুপম তাঁর বাড়িতে বসে রয়েছেন। ব্যাকগ্রাউন্ডে সাজানো থাক-থাক বই। অনুপম বলেন, তাঁর ফ্যানেরা যেন এটা ভাবেন যে অনুপমের পিছনে দাঁড়িয়ে রয়েছেন নেড়া মানুষ এবং তাঁরা সমবেত সঙ্গীতে যোগ দিয়েছেন। দেশাত্মবোধক গান— ‘অ্যায় মেরে পেয়ারে ওয়াতন’-এর সুরে রচিত অনুপমের লেখা গান।
গানের শুরুটা হয়, ‘অ্যায় মেরে বিছরে বাঁলো, ফির সে উগ আও সালো…(ও আমার ঝরে পড়া চুল, দয়া করে আবার উঠতে থাকো)’।