মেয়ের জন্মের পর প্রথম প্রকাশ্যে বিরাট-অনুষ্কা, সংবাদমাধ্যমকে ধন্যবাদ দম্পতির

স্বরলিপি ভট্টাচার্য |

Jan 21, 2021 | 4:28 PM

বৃহস্পতিবার মুম্বইতে একটি ক্লিনিকের বাইরে ফ্রেমবন্দি হন বিরাট-অনুষ্কা। মাস্ক পরা থাকলেও হাসিমুখেই পোজ দিয়েছেন তাঁরা।

মেয়ের জন্মের পর প্রথম প্রকাশ্যে বিরাট-অনুষ্কা, সংবাদমাধ্যমকে ধন্যবাদ দম্পতির
দম্পতি।

Follow Us

গত ১১ জানুয়ারি কন্যা সন্তানের বাবা-মা হয়েছেন বিরাট কোহলি (Virat Kohli) এবং অনুষ্কা শর্মা (anushka sharma)। মেয়ের জন্মের পর প্রথমে সোশ্যাল মিডিয়ায় পরে পাপারাৎজির কাছে একই অনুরোধ করেছিলেন দম্পতি। তাঁদের ব্যক্তিগত মুহূর্তকে সম্মান জানানোর অনুরোধ। মেয়ের ছবি যাতে কোনও ভাবেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে না পরে, এটাই ছিল চাওয়া। তাঁদের অনুরোধ রেখেছে সংবাদমাধ্যম। মেয়ের জন্মের পর প্রথম প্রকাশ্যে এসে দম্পতি সে কারণেই ধন্যবাদ জানালেন সকলকে।

বৃহস্পতিবার মুম্বইতে একটি ক্লিনিকের বাইরে ফ্রেমবন্দি হন বিরাট-অনুষ্কা। মাস্ক পরা থাকলেও হাসিমুখেই পোজ দিয়েছেন তাঁরা। এখনও পর্যন্ত যে সকলে তাঁদের অনুরোধ রেখেছেন, তাঁদের ব্যক্তিগত মুহূর্তকে সম্মান জানিয়েছেন, তার জন্য প্রকাশ্যেই ধন্যবাদ জানিয়েছেন এই জুটি।

মেয়ের জন্মের আগে দেওয়া শেষ সাক্ষাৎকারে অনুষ্কা জানিয়েছিলেন, তিনি মনে করেন, প্রত্যেক শিশুই স্পেশ্যাল। তাই আলাদা করে তাঁর সন্তানকে লাইমলাইটে রাখতে চান না। এমনকি সোশ্যাল মিডিয়া থেকেও সন্তানকে দূরে রাখতে চান। বিরাটের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছিলেন।

আরও পড়ুন, মুখ্যমন্ত্রীকে বিয়েতে আমন্ত্রণ জানিয়ে জন্মদিন শুরু করলেন তৃণা

প্রথমবার মা হওয়ার পর দ্রুত ফ্লোরে ফেরার ট্রেন্ড সেট করেছিলেন করিনা কাপুর খান। তৈমুরের জন্মের কয়েক মাসের মধ্যেই শুটিং শুরু করেছিলেন তিনি। দ্বিতীয় সন্তানের ক্ষেত্রেও তেমনটাই করতে চান করিনা। যদিও অনুষ্কা সাময়িক বিরতি চান বলেই বলি সূত্রে খবর। আপাতত সন্তান তাঁর প্রায়োরিটি। তাই কবে ফের অভিনয়ে ফিরবেন সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেননি। তবে তাঁর প্রযোজনার কাজ চলবে পুরোদমে। হলে নাকি তারা জন্ম থেকেই নেতৃত্ব দানের অধিকারী হয়।

Next Article