ভামিকার দু’মাস, ছবি শেয়ার করলেন মা অনুষ্কা

Mar 11, 2021 | 10:04 PM

নিজের ইনস্টা স্টোরিতে ছবি শেয়ার করলেন অনুষ্কা। পালন করলেন মেয়ের দু'মাসের আগমন দিবস। 

ভামিকার দুমাস, ছবি শেয়ার করলেন মা অনুষ্কা
একসঙ্গে।

Follow Us

দেখতে দেখতে দু’মাস পূর্ণ করল বিরাট কোহালি এবং অনুষ্কা শর্মার প্রথম সন্তান ভামিকা। সেই উপলক্ষেই নিজের ইনস্টা স্টোরিতে ছবি শেয়ার করলেন অনুষ্কা। পালন করলেন মেয়ের দু’মাসের আগমন দিবস।

ইনস্টাগ্রাম স্টোরিতে বাহারি কেকের ছবি শেয়ার করে অনুষ্কা লেখেন, “আমাদের আজ দু’মাস হল”। শুধু ভামিকার যে দু’মাস হল তা তো নয়– অনুষ্কার মাতৃত্বেরও একই সঙ্গে দু’মাস হল। অনুষ্কার শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, রামধনু কেকে শোভা পাচ্ছে দু’টি মোমবাতি। তাতে মেঘ, তারা আঁকা। কেকটি কাটা হয়েছে। চলেছে সেলিব্রেশনও। এ বছরই জানুয়ারি মাসে জন্ম হয় অনুষ্কা-বিরাটের মেয়ে ভামিকার। মেয়ের জন্মের খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেও ছবি শেয়ার করেননি ওই সেলেব দম্পতি। যদিও পরবর্তীতে মেয়ের ছবি শেয়ার করলেও তা সবই ‘ব্যাকসাইড’। পাপারাৎজির থেকে মেয়েকে আপাতত দূরেই রাখতে চান তাঁরা।

প্রেগন্যান্সির সময়টা চুটিয়ে উপভোগ করেছেন অনুষ্কা। কখনও যোগাভ্যাস আবার কখনও বা চুটিয়ে খাওয়া দাওয়া– বাদ ছিল না কিছুই।  প্রথম তিন মাস সকালে তিনি টোস্ট এবং বিস্কুট খেতেন। কিন্তু বড়াপাও বা ভেলপুরি খেতে ইচ্ছে করত তাঁর। এক সাক্ষাৎকারে অনুষ্কা বলেছিলেন, “আমি সব সময় যে কোনও জিনিস নিয়ে রিসার্চ করে ফেলি। এ বিষয়েও আমার চিকিৎসকের মাথা প্রায় খারাপ করে দিয়েছিলাম। অনেক সময় আমরা অনেক কিছু পরিবার বা বন্ধুদের থেকে শুনি। তা সঠিক কি না অবশ্যই একজন প্রফেশনালের থেকে জেনে নেওয়া দরকার। প্রেগন্যান্সি পিরিয়ডে একজন নয়, দু’জনের খাবার খেতে হবে, এই মিথটা প্রথম ভেঙে দিয়েছিলেন আমার চিকিৎসক”।

 

 

 

Next Article