‘বাবা তখন কার্গিল যুদ্ধে ব্যস্ত…’, অতীতের স্মৃতি উস্কে কী বলেন অনুষ্কা?
অনুষ্কার এই আবেগপ্রবণ বার্তার পেছনে রয়েছে তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতাও। তিনি নিজে এক সেনা পরিবারে বেড়ে উঠেছেন। তাঁর বাবা, অবসরপ্রাপ্ত কর্নেল অজয় কুমার শর্মা। একজন গর্বিত ভারতীয় সেনা অফিসার, যিনি ১৯৮২ সাল থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ অভিযানে অংশগ্রহণ করেছেন।

ভারতের সাম্প্রতিক ভারতের যুদ্ধকালিন পরিস্থিতি নিয়ে একে একে সরব হয়েছেন সকলেই। দেশের গর্বিত সেনাদের নিয়ে কলম ধরছেন অনেকেই। তালিকা থেকে বাদ পড়ছে না সিনেপাড়াও। বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মাও সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী ও তাঁদের পরিবারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। ইনস্টাগ্রামে লেখেন, “এই কঠিন সময়ে আমাদের রক্ষা করার জন্য ভারতীয় সেনাবাহিনীর কাছে চিরকাল কৃতজ্ঞ থাকব। তাঁদের এবং তাঁদের পরিবারের আত্মত্যাগের প্রতি আন্তরিক শ্রদ্ধা। জয় হিন্দ।”
অনুষ্কার এই আবেগপ্রবণ বার্তার পেছনে রয়েছে তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতাও। তিনি নিজে এক সেনা পরিবারে বেড়ে উঠেছেন। তাঁর বাবা, অবসরপ্রাপ্ত কর্নেল অজয় কুমার শর্মা। একজন গর্বিত ভারতীয় সেনা অফিসার, যিনি ১৯৮২ সাল থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ অভিযানে অংশগ্রহণ করেছেন। যার মধ্যে রয়েছে অপারেশন ব্লু স্টার এবং ১৯৯৯ সালের কারগিল যুদ্ধ।
কারগিল যুদ্ধের সময় অনুষ্কার বয়স ছিল মাত্র ১১ বছর। সে সময়ের কথা মনে করেই ২০১২ সালে একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “আমি খুব ছোট ছিলাম, বাবার যুদ্ধক্ষেত্রে থাকার গুরুত্বটা বুঝিনি। ফোনে বাবাকে আমি স্কুল, বন্ধুবান্ধব এমনকি বয়ফ্রেন্ড সম্পর্কেও সব কথা বলতাম। বুঝতেই পারিনি উনি তখন জীবনের ঝুঁকি নিয়ে দেশের জন্য লড়াই করছেন।”
অনুষ্কা আরও বলেন, “কারগিল যুদ্ধ ভয়ঙ্কর ছিল। মাকে দেখে ভয় পেতাম, কারণ সারাদিন খবর দেখতেন আর মৃত্যু সংবাদ শুনলেই ভেঙে পড়তেন।” অনুষ্কা গর্বের সঙ্গে জানান, “আমি আজ যা কিছু হই না কেন, একজন সেনা অফিসারের মেয়ে হওয়া আমার জীবনের সবচেয়ে বড় গর্ব।”





